ভারতীয় অভিনেত্রী জয়শ্রীর আত্মহত্যা
ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী রামাইয়া আত্মহত্যা করেছেন। সোমবার সকালে বেঙ্গালুরুর নিজ বাসভবনে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বেঙ্গালুরু পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ জানিয়েছে, শহরের মাগাদি রোডের প্রগতি এলাকায় নিজ বাসভবনের একটি কক্ষে জয়শ্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত বছর ফেসবুকে এক পোস্টের কারণে শিরোনাম হয়েছিলেন জয়শ্রী রামাইয়া। ২০২০ সালের ২২ জুলাই সেই পোস্টে জয়শ্রী বিষণ্ণতার কথা প্রকাশ করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে অবশ্য সেই পোস্ট মুছে দেন জয়শ্রী এবং লেখেন, ‘আমি ঠিক আছি ও নিরাপদে আছি! তোমাদের ভালোবাসি।’
‘বিগ বস কন্নড়’ শোর তৃতীয় মৌসুমের প্রতিযোগী ছিলেন জয়শ্রী রামাইয়া। ২০১৭ সালে ‘উপ্পু হুলি খারা’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। এরপর ‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেন তিনি।