ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা
করোনা মহামারির কারণে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান এক বছর পিছিয়ে যায়। অবশেষে গতকাল সোমবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী ভারতের ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা—
ফিচার ফিল্ম
সেরা অভিনেতা : মনোজ বাজপেয়ী (ভোঁসলে) ও ধানুশ (অসুরান)
সেরা অভিনেত্রী : কঙ্গনা রনৌত (মণিকর্নিকা ও পাঙ্গা)
সেরা পরিচালক : সঞ্জয় পূরণ সিং চৌহান (বাহাত্তর হুরাইন)
সেরা সহ-অভিনেতা : বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স)
সেরা সহ-অভিনেত্রী : পল্লবী জোশি (দ্য তাসখন্ত ফাইলস)
সেরা শিশুশিল্পী : নাগা বিশাল
সেরা ফিচার ফিল্ম : মারাক্কার আরবিকদালিন্তে সিংহম (মালয়ালাম)
সেরা বিনোদনধর্মী জনপ্রিয় সিনেমা : মহর্ষি (তেলেগু)
সেরা হিন্দি সিনেমা : ছিছোড়ে
সেরা মালয়ালাম সিনেমা : কল্লা নট্টম
সেরা তেলেগু সিনেমা : জার্সি
সেরা কঙ্কানি সিনেমা : কাজরো
সেরা ওড়িয়া সিনেমা : সালা বুধার বদলা ও কালিরা আতিতা
সেরা পাঞ্জাবি সিনেমা : রব দা রেডিও টু
সেরা কন্নড় সিনেমা : অক্ষি
সেরা আসামি সিনেমা : রনুবা—হু নেভার সারেন্ডার
সেরা বাংলা সিনেমা : গুমনামি
সেরা তামিল সিনেমা : অসুরান
সেরা মারাঠি সিনেমা : বরদো
সেরা মণিপুরী সিনেমা : এইগি কনা
সেরা টুলু সিনেমা : পিঙ্গারা
সেরা পানিয়া সিনেমা : কেনজিরা
সেরা মিশিং সিনেমা : অনু রুবড়
সেরা খাসি সিনেমা : লেউদু
সেরা হরিয়ানভি সিনেমা : ছোড়িয়াঁ ছোড়োঁ সে কাম না হোতি
সেরা ছত্তিশগড়ি সিনেমা : ভুলন দ্য মেজ
সামাজিক ইস্যু নিয়ে সেরা সিনেমা : আনন্দী গোপাল
নার্গিস দত্ত পুরস্কার : তাজ মহল
ইন্দিরা গান্ধী নতুন পরিচালক : হেলেন
সেরা অ্যাকশন পরিচালক : অবনে শিরমান্নারায়ণ (কন্নড়)
সেরা স্পেশাল ইফেক্টস : মারাক্কার আরবিকদালিন্তে সিংহম
স্পেশাল জুরি : ওত্থা সেরুপ্পু সাইজ সেভেন
সেরা গীতিকবিতা : কোলাম্বি (মালয়ালাম)
সেরা সংগীত পরিচালক : বিশ্বাসম (তামিল)
সেরা মেকআপ শিল্পী : হেলেন
সেরা কোরিওগ্রাফি : মহর্ষি (তেলেগু)
বেস্ট কস্টিউম ডিজাইনার : মারাক্কার আরবিকদালিন্তে সিংহম
বেস্ট প্রডাকশন ডিজাইন : আনন্দী গোপাল (মারাঠি)
বেস্ট এডিটিং : জার্সি
বেস্ট অডিওগ্রাফি : লেউদু (খাসি)
বেস্ট সাউন্ড ডিজাইন : ত্রিয়া
সেরা সংগীত পরিচালক : জ্যেষ্ঠপুত্র (বাংলা)
রি-রেকর্ডিস্ট : ওত্থা সেরুপ্পু
বেস্ট অরজিনাল স্ক্রিনপ্লে : জ্যেষ্ঠপুত্র (বাংলা)
বেস্ট অ্যাডাপটেড স্ক্রিনপ্লে (গুমনামি)
সেরা সংলাপ : দ্য তাসখন্ত ফাইলস
সেরা সিনেমাটোগ্রাফি : জাল্লিকাট্টু
সেরা নারী কণ্ঠশিল্পী : সাবানী রবীন্দ্র
সেরা পুরুষ কণ্ঠশিল্পী : বি প্রাক (তেরি মিট্টি)
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড : বিরিয়ানি, জোনাকি পা, লতা ভগবান করে, পিকাসো
নন-ফিচার ফিল্ম
বেস্ট ন্যারেশন : ওয়াইল্ড কর্ণাটক, স্যার ডেভিড অ্যাটেনবারো
বেস্ট এডিটিং : শাট আপ সোনা, অর্জুন গৌরিসারিয়া
বেস্ট অডিওগ্রাফি : রাধা (মিউজিক্যাল), অলউইন রেগো ও সঞ্জয় মৌর্য
বেস্ট অন-লোকেশন সাউন্ড রেকর্ডিস্ট : রাহাস (হিন্দি), সপ্তর্ষি সরকার
বেস্ট সিনেমাটোগ্রাফি : সোসিঁ, সবিতা সিং
বেস্ট ডিরেকশন : নক নক নক (ইংরেজি/বাংলা), সুধাংশু সারিয়া
ফ্যামিলি ভ্যালুস : ওরু পাথিরার স্বপ্নাম মেরু (মালয়ালাম)
বেস্ট শর্ট ফিকশন ফিল্ম : কাস্টডি (হিন্দি/ইংরেজি)
বায়োগ্রাফিক্যাল ফিল্ম : এলিফ্যান্টস ডু রিমেম্বার (ইংরেজি)
বেস্ট এনভায়রনমেন্ট ফিল্ম : দ্য স্টর্ক স্যাভিয়ার্স (হিন্দি)
বেস্ট ইনভেস্টিগেটিভ ফিল্ম : জাক্কাল (মারাঠি)
বেস্ট ডেব্যু নন-ফিচার ফিল্ম অব এ ডিরেক্টর : খিসা (মারাঠি), পরিচালক রাজ প্রীতম মোরে
বেস্ট নন-ফিচার ফিল্ম : অ্যান ইঞ্জিনিয়ার্ড ড্রিম (হিন্দি)