ভারতে ২০০ কোটি আয় করল স্পাইডার-ম্যান

Looks like you've blocked notifications!
সিনেমাটির একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে চলছে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা। গেল ১৭ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই সিরিজের বহুল আলোচিত সিনেমা ‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’। ভারতের বক্স অফিসে এ সিনেমা ২০০ কোটি রুপি অতিক্রম করেছে।

মুক্তির পর মাত্র ১২ দিনে সিনেমাটির আয় ছাড়ায় এক বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আট হাজার ৫০০ কোটি টাকার বেশি।

বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, টম হল্যান্ড অভিনীত এ সিনেমা আয় করেছে ২০২ কোটি রুপির বেশি।

‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ পরিচালনা করেছেন জন ওয়াটস। টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেন্ডায়া, উইলেম ডেফো, জেমি ফক্স প্রমুখ। এই সিনেমাতে ‘স্পাইডার-ম্যান’ বা পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড।

ট্রেইলারে দেখা গেছে, পিটার পার্কার ড. স্ট্রেঞ্জের সঙ্গে দেখা করছে। তাঁরা আলোচনা করছেন, মিস্টিরিওর সেই ভিডিও ফুটেজ নিয়ে। ফুটে উঠেছে পিটারের পরিচয় জানার পর তাঁর জীবনের বিভিন্ন মানসিক টানাপোড়েন ও উত্থান-পতন। ট্রেইলারের শেষে দেখা যায় ড. অক্টোপাসকেও।

‘স্পাইডার-ম্যান : নো ওয়ে হোম’ যৌথভাবে প্রযোজনা করছে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও মার্ভেল স্টুডিয়োস।