ভালোবাসা দিবসে এক হবেন তাহসান-মারিয়া!
আর মাত্র কদিন পরই বিশ্ব ভালোবাসা দিবসে। দিবসটি উপলক্ষে নতুন আধেয় নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন মাধ্যম। আর বিশেষ ওই দিনটিতে এক ফ্রেমে মিলিত হবেন গায়ক-অভিনেতা তাহসান ও উপস্থাপক-অভিনেত্রী মারিয়া নূর। কীভাবে?
হ্যাঁ, ‘ভ্যালেন্টাইনস ডে ২০২০’ নামের নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তাহসান ও মারিয়া। ভালোবাসা দিবসের এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে কাজ করছেন তাঁরা। নাটকটি নির্মাণ করছেন মাবরুর রশীদ বান্নাহ। সম্প্রতি পূর্বাচল এলাকায় নাটকটির দৃশ্যধারণ করা হয়। অনস্ক্রিনে দর্শক দেখবেন তাহসান-মারিয়ার রোমান্স।
এ বিষয়ে মারিয়া বলেন, ‘ভালোবাসা দিবসের নাটক, তাই গল্পে প্রেম রয়েছে। তবে এই প্রেমটা একটু ভিন্নরকম। সঙ্গে যুক্ত হয়েছে সিচুয়েশনাল কমেডি। দর্শক তো প্রেমের নাটক আর কমেডি নাটক দেখতে খুব পছন্দ করেন। এতে দুটি উপাদানই পাবেন। তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করে অন্য রকম ভালোলাগা কাজ করেছে। ব্যক্তিজীবনে আমি উনার ফ্যান।’
তাহসান বলেন, ‘এটি একটি রোমান্টিক-কমেডি নাটক। হাস্যরসের মধ্যে সিরিয়াস ভালোবাসার গল্পটি ভালো লাগার মতো। আশা করি, সবার ভালো লাগবে নাটকটি।’
তাহসান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ সালে তিনি কয়েকজন মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তী সময়ে তিনি ব্যান্ডদল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। ২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড।
দর্শকের কাছে বেশ কিছু পরিচয় রয়েছে তাহসানের—গায়ক, গীতিকার, সুরকার, গিটারবাদক, কি-বোর্ড বাদক, অভিনেতা, মডেল ও উপস্থাপক।
মারিয়া নূর ২০০৯ সালে রেডিও জকি হিসেবে এবিসি রেডিওতে তাজ শুরু করেন। এরপর তিনি টেলিভিশান উপস্থাপিকা হিসেবে তাঁর মিডিয়া ক্যারিয়ার শুরু করেন। জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্থাপনায় সবার নজরে আসেন। উপস্থাপনার পাশাপাশি তিনি নিয়মিত বিজ্ঞাপনে কাজ করছেন। বর্তমানে নাটকেও অভিনয় করছেন তিনি।