মজলিশ-বিন্দুর ‘বড়লোকের বেটি লো’

Looks like you've blocked notifications!
মিউজিক ভিডিওর একটি দৃশ্য। ছবি : স্ক্রিনশট

ভারতের প্রখ্যাত পল্লিগীতি শিল্পী রতন কাহার ১৯৭২ সালে ‘বড়লোকের বেটি লো’ গানটি লিখেছিলেন। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়। রতন কাহারকে শ্রদ্ধা জানিয়ে নতুনভাবে গানটি করেছেন দেশের নামী সংগীত পরিচালক জে কে মজলিশ। 

গানটিতে কণ্ঠ দিয়েছেন জে কে মজলিশ ও বিন্দু কণা। ঈদ উপলক্ষে বড় বাজেটের এ মিউজিক ভিডিও আরটিভি মিউজিক ও আরটিভি প্লাসে মুক্তি পেয়েছে। ৩ জুলাই রাতে মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছে গান ও ভিডিও।

দেখুন ভিডিও :

মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আঁখি আফরোজ ও আরেফিন জিলানী। ভিডিওতে উপস্থিত ছিলেন গানের দুই শিল্পী জে কে মজলিশ ও বিন্দু কণাও। গানটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান। পরিচালনায় ছিলেন উজ্জ্বল রহমান।