মন ভেঙেছে হিনা খানের, প্রকাশ্যে ভিডিও
প্রিয় মানুষের কাছ থেকে সুখ আশা করেন সকলেই। তবে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন হয় না অনেক সময়েই। কাঙ্ক্ষিত ব্যক্তির ছোট ছোট যেকোনো ব্যাপার মানুষকে তাই অশ্রুসজল করে তোলে। এবার তেমনটিই ঘটেছে ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, পরিচালক বিক্রম ভাটের ছবি ‘হ্যাকড’-এ ভিন্নরূপে দেখা যাবে হিনাকে। ছবিতে দেখা যাবে, জন্মদিনে প্রিয় মানুষের কাছ থেকে যথারীতি উপহার এসেছে হিনার কাছে। কিন্তু প্রিয় মানুষের দেখা না পাওয়ায় কষ্ট পাচ্ছেন তিনি। এতে চোখের পানিও ফেলতে দেখা যায় হিনাকে। সম্প্রতি ওই ছবির একটি গান ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশ্যে এসেছে। আর সেখানেই হিনার এমন হাল দেখা যায়।
ইন্টারনেট ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মানুষের জীবনের সঙ্গে। আর এর ইতিবাচক দিকের পাশাপাশি রয়েছে নানা নেতিবাচক দিক। কিছুটা বেখেয়ালি হলেই যে ইন্টারনেট বিপদ ডেকে নিয়ে আসতে পারে, সেই বার্তাই দেওয়া হয়েছে এই ছবিতে। এতে হিনা খানের পাশাপাশি রোহন শাহ, মোহিত মালহোত্রা ও সিড মক্কর অভিনয় করেছেন।
আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে পরিচালক বিক্রম ভাটের ছবিটি। এই সিনেমার মাধ্যমে বলিউডে প্রথম পা রাখার পরপরই হিনা খান যেন দর্শকদের মনে নতুন রূপে জায়গা করে নিতে শুরু করতে যাচ্ছেন।