মাত্র দুদিনে ৩৬ কোটি ঘরে তুলল অজয়ের সিনেমা
মুক্তির প্রথম দিনই ভারতের বক্স অফিসে বাজিমাত করেছেন সুপারস্টার অজয় দেবগন। তাঁর অভিনীত ‘দৃশ্যম ২’ বেশ ভালো আয় করে। দ্বিতীয় দিনে রীতিমতো ঝড় তুলেছে এ সিনেমা। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ—ভারতজুড়ে এ সিনেমার জয়গান।
বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে এ সিনেমার দারুণ রিভিউ দিয়েছেন। পাঁচে চার স্টার দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন, সিনেমাটি দেখতে। শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে তিন হাজার ৩০২ স্ক্রিনে।
তারান আদর্শ জানিয়েছেন, মাত্র দুদিনে প্রায় ৩৭ কোটি রুপি ঘরে তুলেছে ‘দৃশ্যম ২’। টুইট-বার্তায় তিনি বলেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ—ভারতজুড়ে এ সিনেমা ভালো সংগ্রহ করেছে। তাঁর হিসাবে শুক্রবার ১৫.৩৮ কোটি রুপি, শনিবার ২১.৫৯ কোটি রুপি; অর্থাৎ দুদিনে ভারতের বক্স অফিসে সংগ্রহ দাঁড়িয়েছে ৩৬.৯৭ কোটি রুপি।
হিন্দুস্তান টাইমস বলছে, প্রতি শুক্রবার যখন কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়, কলাকুশলীরা একটাই জিনিস প্রার্থনা করেন, যাতে সিনেমা অনলাইনে ফাঁস না হয়। কিন্তু ‘দৃশ্যম ২’ ছবির ক্ষেত্রে সে আশঙ্কা সত্যি করে এইচডি ভার্সনে টরেন্টের বিভিন্ন সাইটে ফাঁস হয়ে গেছে।
অজয় দেবগনকে আরও একবার বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাচ্ছে বড় পর্দায়। সামাজিক মাধ্যমে এই সিনেমার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
প্রথম দুদিনে বক্স অফিস কালেকশন বেশ ভালো। শুধু তা-ই নয়, প্রথম সপ্তাহান্তে এই সিনেমার জন্য রেকর্ড সংখ্যক অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। আশা করা হচ্ছে, বলিউডকে আরও একটি হিট এনে দিতে পারে এই সিনেমা।
এই সিনেমায় অজয় দেবগন, টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত ছাড়াও অক্ষয় খান্নাকেও দেখা গেছে একটি বিশেষ চরিত্রে। তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।