মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ৫০ কোটি টাকা দিচ্ছেন বেয়ন্স
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবিলায় একের পর এক এগিয়ে আসছেন তারকারা। তারই ধারাবাহিকতায় এবার বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন পপতারকা, গীতিকার, প্রযোজক, অভিনেত্রী বেয়ন্স নোলেস। দুর্গতদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিতে ছয় মিলিয়ন মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ৫০ কোটি টাকার বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, করোনাভাইরাসের এই ক্রান্তিকালে জনসাধারণকে মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও তাঁদের কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডোরসের উদ্যোগ ‘হ্যাশট্যাগ স্টার্টসমল’-এ বেয়ন্সের প্রতিষ্ঠান ‘বেগুড’ ওই অর্থ দেবে। ৩৮ বছর বয়সী এই গায়িকা তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটে এই তথ্য জানান। ভ্যারাইটি ডটকমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে।
‘বেগুড’ মার্কিন যুক্তরাষ্ট্রের হাস্টন, নিউইয়র্ক, নিউ অরলিনস ও ডেট্রয়েটে মানসিক স্বাস্থ্যবিষয়ক সহায়তা দিচ্ছে। এ ছাড়া ইউনাইটেড মেমোরিয়াল সেন্টার, ব্রেড অব লাইফ, ম্যাথিউ-২৫সহ অন্যান্য প্রতিষ্ঠানে খাদ্য, পানি, ওষুধ, মাস্কসহ মৌলিক প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে।
এই মাসের শুরুতে ভার্চুয়াল কনসার্ট ‘ওয়ান ওয়ার্ল্ড : টুগেদার অ্যাট হোম’-এ বেয়ন্স জানান, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে কৃষ্ণাঙ্গরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ‘আমেরিকায় এই ভাইরাসের কারণে কৃষ্ণাঙ্গরা উচ্চহারে মারা যাচ্ছেন,’ বলেন বেয়ন্স।