‘মামা’ হারানোর শোক সইতে পারছেন না আফজাল শরীফ
নাটকের বাইরে আব্দুল কাদের জনপ্রিয়তা পেয়েছিলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে অভিনয় করে। দীর্ঘ তিন দশক এ ম্যাগাজিনে অভিনয় করেছেন তিনি। এ বছরের অক্টোবরের মাঝামাঝি সবশেষ আব্দুল কাদের ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ‘ইত্যাদি’র শুটিংয়ে।
‘ইত্যাদি’র মামা-ভাগ্নে পর্ব ছিল আয়োজনের অন্যতম আকর্ষণীয় অংশ। গেল ২০ বছর আব্দুল কাদেরের ভাগ্নের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আফজাল শরীফ। সবশেষ পর্বেও দেখা গিয়েছিল মামা-ভাগ্নের এই জুটিকে।
পর্দার মামা আব্দুল কাদেরের মৃত্যুশোক সহ্য করতে পারছেন না ভাগ্নে আফজাল শরীফ। শনিবার সকালে এনটিভি অনলাইনকে আফজাল শরীফ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘কিছু ভালো লাগছে না ভাই, সহ্য করার মতো না; ২০ বছর একসঙ্গে কাজ করেছি তো...।’
এরপর আর কথা বাড়াতে না চাইলেও ফোন রাখার আগে এই অভিনেতা বললেন, “‘ইত্যাদি’র শেষ পর্বে আমি উনাকে বলেছিলাম, ‘মামা, আমি বারবার খারাপ কাজ করি আর তুমি আমাকে বাঁচিয়ে দাও।’ উনি বলেন, ‘তোকে আর আমি কত বাঁচাব।’ এটাই খুব মনে পড়ছে এখন।”
ক্যানসারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি সকাল ৮টা ৪০ মিনিটে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এ অভিনেতাকে। এরপর তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। গতকাল শুক্রবার মধ্যরাতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
কাদেরের প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যানসার জটিল আকার ধারণ করলে গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।