মারা গেছেন অভিনেতা উজ্জ্বলের স্ত্রী
ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের স্ত্রী মেরিনা আশরাফ বিউটি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টা ৫৯ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এনটিভি অনলাইনকে এই খবর নিশ্চিত করে অভিনেতা উজ্জ্বল বলেন, ‘দুই সপ্তাহে আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়; সেখানে তাঁর মৃত্যু হয়েছে।’
অভিনেতা উজ্জ্বল আরও জানিয়েছেন, আজ বাদ আসর গুলশান জামে মসজিদে জানাজা শেষে তাঁর স্ত্রীকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সুভাষ দত্ত পরিচালিত ‘বিনিময়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।