মারা গেছেন অভিনেতা মাহমুদ সাজ্জাদ
অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মাহমুদ সাজ্জাদের ভাই ম হামিদ।
মাহমুদ সাজ্জাদ করোনাভাইরাস-পরবর্তী জটিলতা নিয়ে দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
মাহমুদ সাজ্জাদ কলেজ জীবন থেকেই অভিনয়ে যুক্ত হন। মঞ্চ নাটকের পর টিভি নাটকে ক্যারিয়ার গড়েন। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।