মারা গেছেন ‘আলিফ লায়লা’র সেই সিন্দাবাদ
ভারতীয় অভিনেতা অভিনেতা শাহনওয়াজ প্রধান (৫৬) মারা গেছেন। শুক্রবার একটি অ্যাওয়ার্ড শো চলাকালীন সময়ে আচমকা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অজ্ঞান হয়ে পড়ে যান এই অভিনেতা। তড়িঘড়ি কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়।
টাইমস অব ইন্ডিয়া, সংবাদ প্রতিদিনসহ একাধিক ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, সিন্দবাদ দ্য সেইলর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন শাহনেওয়াজ। পরবর্তীতে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ও কাজ করেন তিনি; সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়াও শাহনওয়াজ প্রধানকে দেখা গিয়েছে ফ্যান্টম, রইস, টোটা ওয়েডস ময়নার মতো সিনেমায়। শাহনাওয়াজের মৃত্য়ুতে শোকপ্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা।
কণ্ঠ অভিনেতা হিসেবেও সমানভাবে জনপ্রিয় ছিলেন শাহনেওয়াজ।