মারা গেছেন ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান
বাংলাদেশের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল ‘ছুটির ঘণ্টা’ সিনেমার পরিচালক আজিজুর রহমান (৮৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কানাডায় বাংলাদেশ সময় সোমবার (১৪ মার্চ) রাত ১১টার পরে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দির বরাতে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।
আজিজুর রহমান দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
১৯৫৮ সালে প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন আজিজুর রহমান। তাঁর পরিচালিত প্রথম সিনেমা লোককাহিনিনির্ভর ‘সাইফুল মুল্ক বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে।
দীর্ঘ ক্যারিয়ারে ৫৪টির বেশি সিনেমা পরিচালনা করেছেন আজিজুর রহমান। সেই তালিকায় আছে অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা-র (১৯৮০) মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমা।