মাসবয়সি বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়েছিলেন, ভোরে মারা গেলেন রুমি!

Looks like you've blocked notifications!
ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান। ছবি : সংগৃহীত

ব্যান্ড সংগীতের মেধাবী ড্রামার ও সংগীত পরিচালক রুমি রহমান (৪৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে ঢাকার ধানমণ্ডির বাসায় ব্রেইন স্ট্রোক করে মারা যান তিনি।

রুমি রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর স্ত্রী গায়িকা বর্ষা চৌধুরী জানিয়েছেন, ‘রাতে এক মাস বয়সি ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোর ৪টার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলে, আনার আগেই সে মারা গেছে।’

রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন।

নব্বই দশক থেকে বাংলাদেশের ব্যান্ড সংগীতের যুক্ত ছিলেন রুমি রহমান। এককভাবেও অনেক শিল্পীর সঙ্গে বাজিয়েছেন তিনি। লেজেন্ড, ট্রাপ, অর্থহীন, আর্ক, দলছুট, অরণ্য, সিম্পোনিয়াম ব্যান্ডে তিনি ড্রামার হিসেবে বিভিন্ন সময়ে বাজিয়েছেন।