মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন মিষ্টি জান্নাত
করোনা প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আজ (২৫ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মিষ্টি জান্নাত এসব বিতরণ করেন। এ সময় সবাইকে নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন তিনি।
প্রায় দুই হাজার মানুষের মধ্যে এসব বিতরণ করেন মিষ্টি। এ সময় এনটিভি অনলাইনকে চিত্রনায়িকা বলেন, ‘বর্তমানে বিশ্বের যে অবস্থা, তাতে এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি নায়িকা, চলচ্চিত্রে কাজ করি, সাধারণ মানুষকে বিনোদন দেই। যাঁদের জন্য সারা বছর কাজ করি, তাঁরা আজ সমস্যায় পড়েছেন, সুতরাং পাশে দাঁড়াতেই হবে।’
বিত্তবানদের উদ্দেশে মিষ্টি বলেন, ‘আমাদের সামর্থ্য কম, তাই আমি সাধারণ কিছু সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, যাঁরা অনেক টাকার মালিক। তাঁদের অনুরোধ করব, আপনারা সাধারণ মানুষের পাশে দাঁড়ান।’
এরই মধ্যে নিজের ফ্যাশন হাউস ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন মিষ্টি জান্নাত। ২৫ জন কর্মচারীকে অগ্রিম বেতন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। ঘর থেকে বের হতে বারণ করেছেন। এ বিষয়ে মিষ্টি বলেন, ‘আমার সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের নিরাপত্তার দায়িত্ব আমাকেই নিতে হবে। যে কারণে আমি গত সপ্তাহেই সবাইকে ছুটি দিয়েছি।’
শুধু নায়িকা নন, মিষ্টি জান্নাত দন্ত্যচিকিৎসকও। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘তুই আমার রানি’। ছবিটি গত বছর মুক্তি পায়। মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন।