মাহিয়া মাহির ‘অক্সিজেন’
অন্তর্জালে মুক্তি পেয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অক্সিজেন’। কোনো এক মধ্যবিত্ত পরিবারের বর্তমানের চিরচেনা কাহিনি। কিংবা এই করোনাকালে বাবাকে নিয়ে বেঁচে থাকার যাত্রায় এক মেয়ের গল্পই হলো ‘অক্সিজেন’। এ ছবিতে সেই মেয়ের চরিত্রে মাহি।
রায়হান রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটি সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে। এরই মধ্যে এক লাখ ৪৫ হাজারের বেশি ভিউ পেয়েছে ছবিটি। নায়িকা মাহিয়া মাহির অভিনয় নেট-জনতার প্রশংসা পেয়েছে।
মূলত এখানে দেখা যায়, অসুস্থ বাবার জন্য অ্যাম্বুলেন্স সংকট ও করোনা পরিস্থিতি। বাবাকে নিয়ে ২০টি হাসপাতালে যাওয়ার পরও ভর্তি করাতে পারেনি মেয়ে। অক্সিজেনই যেন হয়ে ওঠে বেদনার গল্প।
‘অক্সিজেন’-এর বিভিন্ন চরিত্রে মাহি ছাড়াও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন, মাহাদি হাসান পিয়াল ও আনোয়ার হোসেন। এটি ক্লাব-১১ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
মাহিয়া মাহির পুরো নাম শারমিন আকতার নিপা। ২০১২ সালে শাহিন-সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় তাঁর। এই ছবিতে তিনি জুটি বাঁধেন নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে।
২০১৩ সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান শক্ত করেন। ২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’ এবং ‘দেশা : দ্য লিডার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।
২০১৫ সালে ‘রোমিও বনাম জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক হয় মাহির। ২০১৭ সালে তাঁর একমাত্র চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ২০১৯ সালে মাহিকে নিয়ে বই প্রকাশ করেন তাঁর ভক্তরা, বইটির নাম ‘মাহি দ্য প্রিন্সেস’।