মায়ের চুম্বনদৃশ্যে কী প্রতিক্রিয়া মেয়ের? জানালেন শ্বেতা
নতুন রূপে পর্দায় হাজির হয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। নিজের সেই চিরচেনা শান্ত ইমেজ থেকে বেরিয়ে এসে এবার সাহসী দৃশ্যে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি ওয়েব সিরিজের ট্রেইলারে সহ-অভিনেতা অক্ষয় ওবেরয়কে চুম্বন করতে দেখা যায় শ্বেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, ছোটপর্দায় বরাবরই ধীরস্থির চরিত্রে অভিনয় করে আসছেন শ্বেতা। তবে ‘হাম তুম অ্যান্ড দেম’ নামের ওয়েব সিরিজে সম্পূর্ণ নতুন রূপে ধরা দেন শ্বেতা। চুমুর ওই দৃশ্যটি এরই মধ্যে অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলেছে।
এ ধরনের সাহসী দৃশ্যে এবারই প্রথম অভিনয় করেছেন শ্বেতা। তবে এমন দৃশ্যে মায়ের অভিনয় নিয়ে কী ভাবছেন তাঁর ১৯ বছর বয়সী মেয়ে পলক তিওয়ারি, তা জানতে অনেকের কৌতূহল থাকতে পারে। তবে উৎসাহীদের অপেক্ষার প্রহর দীর্ঘ করেননি শ্বেতা।
শ্বেতা বলেন, ‘হ্যাঁ, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। যখন ট্রেইলার দেখলাম, নির্মাতাদের কিছুটা আতঙ্কিত হয়েই জিজ্ঞাসা করেছিলাম—এটা কী! আমি ঠিক বুঝতে পারছিলাম না, এটি আমার মা, পরিবার ও বন্ধুরা কীভাবে নেবে? প্রথমে আমি ট্রেইলারটা আমার মেয়ে পলককে পাঠাই এবং জানাই, কোনো দ্বিধা না রেখে এ নিয়ে তুমি তোমার মত জানাতে পারো। ও আমায় লেখে—মা দারুণ, খুব ভালো। তখনই আমি আবারও ওয়েব সিরিজের নির্মাতাদের ডেকে জানাই, আমি দুঃখিত যে দৃশ্যটির জন্য আমি ওদের সঙ্গে এত ঝগড়া করেছি।’
কিছুদিন আগে দ্বিতীয় স্বামীর সঙ্গে দ্বন্দ্বে খবরের শিরোনাম হয়েছিলেন শ্বেতা তিওয়ারি। আলোচনায় এসেছিলেন মেয়ে পলকও। পলক অভিযোগ করেছিলেন, সৎবাবা তাঁর সঙ্গে অশালীন আচরণ করতেন। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মা শ্বেতা।
প্রথম স্বামী রাজা চৌধুরীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৩ সালে অভিনব কোহলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাঁদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান। আর শ্বেতা-রাজার কন্যাসন্তান পলক তিওয়ারি।
এর আগে পলক তিওয়ারির বাবা অভিনেতা রাজা চৌধুরী গণমাধ্যমকর্মীদের বলেছেন, তিনি একবার শ্বেতা-অভিনবর মালাডের বাড়িতে যান মেয়ে পলকের সঙ্গে দেখা করতে। আর সেখানেই অভিনবর অশ্লীলতা তাঁর চোখে পড়ে। মেয়েকে অশ্লীলভাবে ছোঁয়ার অভিযোগে ওই দিন অভিনবর সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয় এবং শেষে তা হাতাহাতির পর্যায়েও পৌঁছায়।