মায়ের পর বাবাকে হারালেন সুপারস্টার মহেশ বাবু
মাত্র দুমাস আগে মাকে হারিয়েছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা মহেশ বাবু। সেই শোক কাটিয়ে না উঠতেই ধাক্কা। এবার বাবাকে হারালেন তেলেগু সুপারস্টার।
হিন্দুস্তান টাইমস, বলিউড বাবলসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন মহেশ বাবুর বাবা তথা দক্ষিণি ছবির কিংবদন্তি তারকা গট্টামনানেনি শিব রাম কৃষ্ণ মূর্তি।
গতকাল সোমবার শ্বাসকষ্টজনিত অসুস্থতায় হায়হরাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয় মহেশ বাবুর বাবাকে। তাঁর বয়স হয়েছিল ৮০। এ খবরে শোকাচ্ছন্ন পুরো তেলেগু চলচ্চিত্র অঙ্গন।
পুত্রবধূ নম্রতা শিরোদকর শ্বশুরকে হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। এরপর মঙ্গলবার ভোর ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন মহেশ বাবুর বাবা।
পাঁচ দশক আগে সিনেমায় ক্যারিয়ার শুরু করেছিলেন গট্টামনানেনি শিব রাম কৃষ্ণ মূর্তি। ৩৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনাও করেছেন। ২০০৯ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
চলতি বছরের মে মাসে নিজের ৭৯তম জন্মদিন পালন করেছেন মহেশ বাবুর বাবা। রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ১৯৮০ সালে কংগ্রেসে যোগ দেন। পরে এমপি হন। রাজীব গান্ধীর মৃত্যুর পর রাজনীতি থেকে সরে আসেন তিনি।
কিছুদিন আগে মা ইন্দিরা দেবীকে হারিয়েছেন মহেশ বাবু। মা মারা যাওয়ার কয়েক মাস আগে ভাই রমেশকে হারিয়েছেন মহেশ। শোক যেন জেঁকে বসেছে এ তারকার! সামাজিক পাতায় শোক সইবার প্রার্থনা করে ও গভীর সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন বহু তারকা অভিনেতা।