মা, তুমি আমার মেরুদণ্ড, আমার শক্তি : প্রিয়াঙ্কা
সামাজিক যোগাযোগমাধ্যম সারা বিশ্বে অতি অল্প সময়েই বড় ধরনের বিপ্লব এনে দিয়েছে। এর মাধ্যমে দ্রুততম সময়ে যেকোনো স্থান থেকে একে অপরের সঙ্গে সংযুক্ত হতে পারা যায়। তারকারাও পিছিয়ে নেই। ভক্ত-অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ব্যক্তিগত নানা প্রয়োজনে এই মাধ্যমের সহায়তা নিয়মিতই নিচ্ছেন তাঁরা। এবার বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর মায়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশেষ শুভেচ্ছাবার্তা দিলেন।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, মায়ের বিশেষ দিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। শেয়ার করা মিষ্টি একটি ভিডিওতে মায়ের সঙ্গে কাটানো দারুণ কিছু মুহূর্ত প্রকাশ্যে এনেছেন পিসি। লকডাউনের এই সময়ে একে অপরের থেকে দূরে অবস্থান করছেন প্রিয়াঙ্কা ও তাঁর মা। কিন্তু পিসির দুর্দান্ত এই পোস্ট তাঁর মায়ের জন্মদিনকে নিঃসন্দেহে আরো সুন্দর করে তুলেছে।
ভিডিওর সঙ্গে বেশ সুন্দর একটি লেখাও প্রকাশ্যে এনেছেন প্রিয়াঙ্কা। ‘আমার মেরুদণ্ড, আমার শক্তি, আমার রাত ৩টার কল, আমার অনুপ্রেরণা, আমার বেস্টফ্রেন্ড, আমার মা, আমার সব কিছু। শুভ জন্মদিন মা। এই মুহূর্তে আমি তোমাকে ভীষণ মিস করছি এবং আমাদের একসঙ্গে কাটানো আনন্দমুখর দিনগুলো মিস করছি। শিগগিরই আমি তোমাকে দেখতে পাব। ভীষণ ভালোবাসি তোমাকে,’ লেখেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা বর্তমানে তাঁর স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে যুক্তরাষ্ট্রে তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। এই দম্পতি এরই মধ্যে একাধিক সংগঠনে সাহায্য করেছেন এবং অনুদান সংগ্রহের জন্য বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছেন। গত ১৪ জুন বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কাকে সর্বশেষ সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে ফারহান আকতারের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। এতে ‘দঙ্গলকন্যা’খ্যাত জাইরা ওয়াসিমও অভিনয় করেন। আগামীতে নেটফ্লিক্সের ছবি ‘দ্য হোয়াইট টাইগার’-এ অভিনয় করবেন।