মা দিবসে তারার কথা
মায়ের তুলনা মা-ই। জন্মের পূর্ব থেকে আপনার নেওয়া শেষ নিশ্বাস পর্যন্ত মায়ের কাছে আপনি একজন ছোট্ট শিশু, যাকে তিনি আগলে রাখতে চান। সন্তানের সুখ ও নিরাপত্তার জন্য একজনের পক্ষে যা কিছু সম্ভব, তার সবকিছু একজন মা করে থাকেন। আজ রোববার (১০ মে) বিশ্বব্যাপী পালিত হচ্ছে মা দিবস। দিবসটিকে কেন্দ্র করে মাকে নিয়ে নানা অনুভুতি প্রকাশ করছেন তারকারা। নিজের অভিমত ব্যক্ত করেছে বর্ষীয়ান অভিনয়শিল্পীরাও।
তারকাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যক্ত করেছেন নিজের অনুভূতি। তবে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ যেন প্রতিটি মুহূর্তের হয়, সে কথাও জানিয়েছেন অনেকে।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আপনার হাসি আমাকে আনন্দিত করে এবং আপনার ভালোবাসা আমার জীবনে সবচেয়ে বেশি অনুভূত হয়েছি। শুভ মা দিবস, তোমাকে ভালোবাসি মা।’
জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির মা নাকি তাঁকে অনেক বিরক্ত করেন। যদিও এই বিরক্তিতে সুখ খুঁজে পান তিনি। এনটিভি অনলাইনকে মাহি বলেন, ‘যখন আমি কোথাও শুটিংয়ে, আর মা সেই শুটিংয়ে যায় না, তখন অনেক ভালো লাগে। কারণ সব সময় মা আমার মনে ভেতর থাকে, আর মনে হতে থাকে এই এখন মা থাকলে আমাকে এটা বলত, মা থাকলে এটা করতে দিত না। মায়ের প্রতি বিরক্ত যে বিষয়গুলো, সেগুলো আমার কাছে সুখ হয়ে বুকের ভেতরে গাঁথে। মায়ের বিরক্তিকর আচরণগুলো আমাকে অদ্ভূত আনন্দ দেয়। খুব মিস করি মাকে।’
মাহি আরো বলেনি, ‘মা দিবসে আমার প্রত্যাশা, জগতের সকল মা সুখে থাকুন। আর মৃত্যুর পর নয়, জীবদ্দশায় মায়েরা যেন ভালো থাকেন, সেই প্রত্যাশা করি। অনেকেই বলেন, মৃত্যর পর বুঝেছি মা কী ছিলেন। আমি বলি, মৃত্যুর পর বোঝার প্রয়োজন নেই। জীবিত অবস্থায় মাকে ভালোবাসুন। আমি প্রতিদিন নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ধৈর্য কামনা করি। মা ছোটবেলায় আমাকে যে ধৈর্য নিয়ে ভালোবেসেছে, আমিও যেন তাঁর মতো হতে পারি।’
ঢালিউড চলচ্চিত্রে সর্বকনিষ্ঠ নায়িকা পূজা চেরি। মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘জীবনের লটারিতে আমি সেরা মাকে পেয়েছি... আমি বড় হওয়ার সাথে সাথে আপনি সব সময় আমার জন্য ছিলেন, আমার জন্য সব সময় থাকায় মামুনিকে ধন্যবাদ জানাই। তোমাকে অনেক ভালোবাসি।’ পোস্টে মায়ের প্রতি চুমুর ইমোকনও যুক্ত করেন পূজা।
তবে আলাদা করে মা দিবসের প্রয়োজন নেই বলে মনে করেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘মাকে ভালোবাসার জন্য আলাদা দিবসের প্রয়োজন নেই। এটা আসলে এক ধরনের ব্যবসা। এতে করে এই দিন দুইটা ফুল বেশি বিক্রি হবে। এর চেয়ে বেশি কিছু না। আমাদের সময়ে আমরা মা দিবস পালন করিনি। তবে মাকে আমরা ভালোবেসেছি প্রতিটি মুহূর্ত।’
দিলারা জামান আরো বলেন, ‘এখন তো আর নাটকে মা বা পরিবার তেমন প্রয়োজন হয় না। দুজন ছেলেমেয়ে আর একটা মোবাইল হলেই হয়ে যায়। এটা আমাদের সমাজেও প্রভাব ফেলছে। এতে করে যৌথ পরিবারের সংখ্যা কমছে। এভাবে চলতে থাকলে নতুন প্রজন্ম জানবেই না, পরিবার মানে দাদা-দাদি, মা-বাবা, ভাইবোন।’
মাত্র ১৪ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা। নায়িকা হিসেবে রয়েছে সাফল্য। বর্তমানে বেশিরভাগ মায়ের চরিত্রে দেখা যায় তাঁকে। চলচ্চিত্রযাত্রায় মায়ের ভূমিকা রয়েছে বলে জানান আনোয়ারা।
এনটিভি অনলাইনকে আনোয়ারা বলেন, ‘আমি যখন চলচ্চিত্র শুরু করি, তখন চলচ্চিত্রে কাজ করাটা অনেক পরিবার থেকেই মেনে নিত না। ঠিক তেমনি আমার মাও চায়নি আমি চলচ্চিত্রে কাজ করি। অনেকটা মায়ের ইচ্ছের বিরুদ্ধে জেদ করেই কাজ শুরু করি। তবে কাজ শুরু করার পর মা আমাকে উৎসাহ দিয়েছেন। একসময় এসে মনে হতো, মায়ের জন্যই আমি চলচ্চিত্রে কাজ করতে পারছি। আমার সাফল্যে মায়ের ভূমিকা অনেক। কয়েক বছর আগে মা মারা যান। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকতে পারি।’
মা দিবসে মায়ের জন্য দোয়া চেয়ে চিত্রনায়ক নিরব এনটিভি অনলাইনকে বলেন, ‘সব মা-ই তো তার সন্তানকে ভালোবাসে। মাকে আমিও প্রচণ্ড ভালোবাসি। কাজ শেষ করে বাসায় ফিরে প্রতিদিনই মায়ের সঙ্গে দেখা করি। মা ঘুমিয়ে পড়লেও তার মুখটা দেখে নিজের ঘরে ঢুকি। তবে আমার মায়ের জন্য বাড়তি কেয়ার প্রয়োজন হয়। কারণ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিডনিতে সমস্যা। প্রতি সপ্তাহে দুদিন ডায়ালাইসিস করাতে হয়। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য।’
মায়ের জন্য দোয়া চেয়ে চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘মাকে হারিয়েছি অনেক বছর হয়। মাকে হারানোর পর মৌসুমীর মাকে পেয়েছি, যিনি মায়ের মতো ভালোবাসেন, আদর করেন। মৌসুমীর মায়ের শরীরও ভালো না, আমেরিকায় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই মাসে আমি মাসে হারিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে বেহেস্ত নসিব করেন। মৌসুমীর মা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।’
চিত্রনায়ক সাইমন সাদিকের মা হজ করার পর থেকে মা দিবসে ফেসবুকে মায়ের ছবি দিয়ে শুভেচ্ছা জানাতে মানা করেছেন। এনটিভি অনলাইনকে সাইমন বলেন, ‘মা হচ্ছে পৃথিবী, মা-ই জান্নাত। কারো সঙ্গে রাগ করলে বা ধমক দিলে পৃথিবীর সবাই উত্তর দেয়। এমনকি সন্তানও। শুধু মা কোনো উত্তর দেয় না। বরং বুঝতে পারেন, ছেলে আমার কোনো কারণে মন খারাপ করেছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। পৃথিবীর সব মা ভালো থাকুক।’