মা-বাবার ডিভোর্স, সৎমা ও মায়ের প্রেমিকের ব্যাপারে মুখ খুললেন আলিয়া
বলিউডে অভিষেকের জন্য মুখিয়ে আছেন নবাগত আলিয়া ফার্নিচারওয়ালা। এরই মধ্যে গণমাধ্যমের বেশ মনোযোগ পাচ্ছেন তিনি। এই উঠতি তারকা সম্প্রতি মুখ খুলেছেন পারিবারিক নানা বিষয় নিয়ে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, বলিউড অভিনেত্রী পূজা বেদি ও ব্যবসায়ী ফারহান ফার্নিচারওয়ালার মেয়ে আলিয়া। ১৯৯৪ সালে বিয়ে হয় পূজা ও ফারহানের। যদিও নানা জটিলতায় ২০০৩ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। আর এই বিচ্ছেদসহ প্রাসঙ্গিক আরো নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন আলিয়া।
আলিয়া বলেন, ‘আমার বয়স তখন পাঁচ বছর। তাই অনেক কিছুই আমার মনে নেই। কিন্তু এর এক বছর পরের কথা আমার মনে আছে। আনন্দময় শৈশব ছিল আমার ও বাবা-মা উভয়েই দারুণ সময় পার করছিলেন। তাঁরা কখনোই আমাকে বুঝতে দেননি যে দুঃখজনক কিছু ঘটছে। এটি কেবলই একটি বিচ্ছেদ।’
বিচ্ছেদের পর ফাতিমা নামের এক নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন ফারহান। অন্যদিকে পূজার বাগদত্তার নাম মানেক কন্ট্রাক্টর। এ ব্যাপারে আলিয়া বলেন, “আমার বাবা আরেকটি বিয়ে করেছেন এবং জান নামে আমার আরেকটি ভাই রয়েছে। তাঁকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। মানুষ আমাকে প্রশ্ন করে, ‘তুমি কীভাবে তোমার সৎমায়ের সঙ্গে থাক?’ আমি তাঁকে পছন্দ করি। আমি অন্য কিছু জানি না। মানেকের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক। তাঁরা ভীষণ ভালো, সুখী মানুষ, তাই আমিও তাঁদের সঙ্গে সুখী।”
জওয়ানি জানেমান দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে আলিয়া ফার্নিচারওয়ালার। এতে আরো অভিনয় করেছেন সাইফ আলি খান।
কয়েকদিন আগে প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের ব্যাপারে মুখ খোলেন সাইফ খানও। তিনি বলেন, ‘এটি দুনিয়ার সবচেয়ে বাজে বিষয়। এটি এমন একটি ব্যাপার, যার ব্যাপারে আমি এখনো ভাবি যে ভিন্ন কিছু হতে পারত। আমার মনে হয়, এই বিষয়ে আমি কখনোই ঠিক হতে পারব না। আমি শান্তি অব্যাহত রাখার চেষ্টা করেছি ও নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে, তখন আমার বয়স ছিল ২০ বছর এবং আমি অনেকটা তরুণ ছিলাম। কিন্তু এরই মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আপনি খারাপ অনুভব করতে পারেন, কিন্তু এটি একটি অদ্ভুত ব্যাপার, কখনো কখনো আপনি তা কল্পনাও করতে পারবেন না।’
‘জওয়ানি জানেমান’ ছবিতে আরো অভিনয় করেছেন টাবু, চাঙ্কি পান্ডে প্রমুখ। নীতিন কক্কর পরিচালিত ছবিটি আগামীকাল ৩১ জানুয়ারি বড়পর্দায় উঠতে যাচ্ছে।