মা হারালেন অভিনেতা সাজু খাদেম
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/15/saju_khadem.jpg)
মায়ের সঙ্গে অভিনেতা সাজু খাদেম। ছবি : সংগৃহীত
মা হারালেন জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সাজু খাদেমের মা তহুরুন্নেসা মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
এনটিভি অনলাইনকে এ সব তথ্য নিশ্চিত করেছেন সাজু খাদেম। তিনি বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সেখানেই মাকে সমাহিত করা হবে।’
অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম এনটিভি অনলাইনকে জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সবশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।