মুক্তি পেল অনিমেষ আইচের ‘অ্যান এসকেপিস্ট’
মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে অনিমেষ আইচ নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অ্যান এসকেপিস্ট’। সাত মিনিট ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের এ ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। গতকাল বুধবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে এ ছবি প্রকাশ করা হয়।
ছবিতে অভিনয় করেছেন দীপক সুমন, ফকরুজ্জামান, নূরন্নাহার বেবী, শিশুশিল্পী নৈঋতা, রুসমিলা।
এ বিষয়ে অনিমেষ আইচ বলেন, ‘পৃথিবীব্যাপী করোনাভাইরাস মানুষকে ক্রমেই দূর থেকে আরো দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু কখনোই কি আমরা কাছে ছিলাম? আমরা শুধু পাশ কাটিয়ে যেতেই ভালোবাসি। যতক্ষণ না বিপদ এসে আমাদের গায়ে আছড়ে পড়ছে, ততক্ষণ আমরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখি। আমরা পাশ কাটিয়ে চলেছি সবকিছু। তেমনই একজন মানুষের গল্প নিয়ে অ্যান এসকেপিস্ট। আশা করছি অনেকে প্রযোজনাটি পছন্দ করবেন।’
দেখুন ছবিটি :
আইফোনে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দৃশ্যধারণ করেছেন মীর হান্নান এবং কালার, এডিট ও মিউজিক করেছেন রাকিব রানা। প্রযোজনায় আছে এ স্কয়ার ফিল্ম কোম্পানি।
অনিমেষ আইচ নিয়মিত নাটক পরিচালনার পাশাপাশি ‘জিরো ডিগ্রি’ ও ‘ভয়ংকর সুন্দর’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন।