মেদহীন হতে ২ ঘণ্টা জিমে ঘাম ঝরাচ্ছেন মিম
‘শুভ সকাল, জেগে উঠুন, ব্যায়াম করুন এবং খুশি থাকুন’—অন্তর্জালে গতকাল নিজের শরীরচর্চার কয়েকটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে এমন পরামর্শ দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায়ই নিজের শরীরচর্চার ছবি অন্তর্জালে আপলোড করে থাকেন মিম। সেসব ছবি আর পরামর্শ দেখেই নায়িকার কাছে জানাতে চাওয়া তাঁর শরীরচর্চা প্রসঙ্গে।
বিদ্যা সিনহা মিম জানালেন, ‘জিমের টার্গেট হচ্ছে... মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিলাম তো, এখন একটু ফিট থাকা মেইনলি। ফিট থাকার জন্য একটা টার্গেট করছি একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। সকালবেলা ৫০-৬০ মিনিট কার্ডিও করি... ওয়েট ট্রেলিং করি এভাবে প্রায় ২ ঘণ্টার মত লাগে।’
নিজের কাজের প্রসঙ্গে মিম এনটিভি অনলাইনকে বলেছেন, ‘বেশ কিছু সিনেমার কাজ বাকি আছে। কিন্তু, করোনার কারণে সেটা করা সম্ভাব হচ্ছে না। কারণ এখন তো পরিস্থিতি স্বাভাবিক নয়। তবে বিভিন্ন ব্র্যান্ডের কাজ শুরু করব পাঁচ-ছয় দিন পর থেকে।’
সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘ইত্তেফাক’ ও ‘দামাল’ সিনেমার শুটিং চলছে।