মেহজাবীন ও নির্মাতা হিমিকে পুরস্কৃত করল পুলিশ

Looks like you've blocked notifications!
সম্মানসূচক ক্রেস্ট হাতে অভিনেত্রী ও নির্মাতা। ছবি : সংগৃহীত

কর্মক্ষেত্রে একজন নারী সার্জেন্টের ঘাত-প্রতিঘাত, প্রতিবন্ধকতা নিয়ে গেল ঈদে ‘আলো’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। নাটকটির গল্প লেখার পাশাপাশি ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নারী সার্জেন্ট চরিত্রে অভিনয় করেন।

দেশের নারী ট্রাফিক পুলিশদের নিয়ে এমন সাহসী গল্প লেখা ও নাটকটি নির্মাণের জন্য অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাহমুদুর রহমান হিমিকে পুরস্কৃত করেছে বাংলাদেশ পুলিশের উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)।

বৃহস্পতিবার তাঁদের  হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)-এর সভাপতি ও ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল), স্পেশাল ব্রাঞ্চ আমেনা বেগম।

এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী মেহজাবীন নিজেও। তিনি বলেন, ‘যখন এই কাজটি করি, তখন বুঝিনি বাংলাদেশ পুলিশ এই নাটকটি দেখবে এবং সবাই এত পজিটিভ ফিডব্যাক দেবেন। শুধু তা-ই নয়, আয়োজন করে যে সম্মান তাঁরা আমাদের আজ দিলেন, এটা যে কোনো অভিনয়শিল্পী বা নির্মাতার জন্য দারুণ অভিজ্ঞতার। ভবিষ্যতে আমরা বাংলাদেশ পুলিশের ইতিবাচক দিকগুলো নিয়ে আরও কাজ করতে পারব, সেটার জন্য এই পুরস্কার অনুপ্রাণিত করবে।’

মেহজাবীন জানান, ২০১৯ সালে গাড়ি নিয়ে জ্যামে আটকে থাকার সময় একটি ঘটনা দেখে ‘আলো’ নাটকের গল্পের প্লট তাঁর মাথায় আসে।

নাটিক নির্মাণ করে এমন পুরস্কার পাওয়া প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘এটি সত্যিই আমার জন্য অন্য রকম একটা পাওয়া এবং অন্য ধরনের একটা সম্মাননা আমার জন্য। কাজটির জন্য এমন একটা সম্মাননা পাওয়া একজন নির্মাতা হিসেবে আমি বলব, আশীর্বাদ আমার জন্য। এই সম্মাননা আমার ভালো কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। এখন বুঝতে পারছি আরও দায়িত্ব নিয়ে সামনে ভালো কাজ করতে হবে, এই উপলব্ধি হয়েছে নিজের মধ্যে।’

নাটকে মেহজাবীন চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আহসানুল হক মিনু, মনোজ প্রামাণিক, ইকবাল হোসেন প্রমুখ।