মেহেদিরাঙা ববি
ঈদকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে বিভিন্ন ভোগ্য ও প্রসাধনী প্রতিষ্ঠান। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের অনুষ্ঠান নির্মাণ। চলছে বিজ্ঞাপন নির্মাণও।
নতুন একটি মেহেদির বিজ্ঞাপনে কাজ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাকিব আহমেদ।
ববি বলেন, ‘কনসেপ্টটি অনেক চমৎকার। বড় আয়োজনের কাজ করেছি। ঢাকার অদূরে একটি রিসোর্টে শুট হয়েছে। শুটিংয়ের দৃশ্যে হাতে প্রচুর মেহেদি পরেছি, বেশ মজা করেছি। ভালো কিছু অভিজ্ঞতাও হয়েছে। আগামী ঈদকে টার্গেট করে নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে।’
বি হ্যাপি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে ববির সঙ্গে প্রায় ৬০ জন নৃত্যশিল্পী কাজ করেছেন। এর জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তাসনিম আনিকা।
এর আগে এলিট মেহেদির বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন পূর্ণিমা, মেহজাবীন, নুসরাত ফারিয়া, সারিকা। জানা গেছে, ঈদের আগে থেকে দেশের প্রায় সব টিভি চ্যানেল ও অনলাইনে বিজ্ঞাপনচিত্রটি সম্প্রচারিত হবে। এর আগে পাওয়ার এনার্জি ড্রিংকস, ওয়ালটন, ওয়ারিদ টেলিটকমসহ একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন ববি।
বর্তমানে ‘আকবর’ চলচ্চিত্রে অভিনয় করছেন ববি। ‘আকবর : ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ছবির মূল গল্প লিখেছেন রণক ইকরাম। সিনেহল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু আর সংলাপ লিখেছেন আসাদ জামান। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে ববি জুটি বেঁধেছেন ইমনের সঙ্গে।