যে কারণে ২ বছর পর দেশে ‘রং নাম্বার’খ্যাত শ্রাবন্তী

Looks like you've blocked notifications!
অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বসবাস করছেন অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি, সে খবর বিমান ধরার আগেই ফেসবুকে জানিয়েছেন।

কী কারণে তাঁর এই দেশে ফেরা, সে খবর জানতে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলো ‘রং নাম্বার’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর সঙ্গে। আজ দুপুরে এনটিভি অনলাইনকে শ্রাবন্তী জানিয়েছেন, ৯ অক্টোবর দিবাগত রাতে ঢাকায় পা রেখেছেন। তারপর ছুটেছেন বগুড়ায়। কারণ মায়ের অসুস্থতা।

এখন মায়ের অবস্থা কেমন, এমন প্রশ্নে শ্রাবন্তী বলেন, ‘মায়ের অবস্থা ভালো না। দীর্ঘদিন ডায়াবেটিস ও লিভারের সমস্যায় ভুগছেন। গতকাল তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাকে সেবা করার জন্য আমার দুই বছর পর দেশে ফেরা।’

অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী একসময় নাটক-সিনেমার প্রিয়মুখ ছিলেন। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তবে বিয়ের পর আর তেমন শোবিজে দেখা যায়নি তাঁকে। বর্তমানে দুই কন্যাকে নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন তিনি।