রওনক-লাবণ্যের ‘এন্ড গেম’

অভিনয়শিল্পী রওনক হাসান ও লাবণ্য লিজা সম্প্রতি জুটি হয়ে একটি একক নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘এন্ড গেম’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনির হোসেন। এরই মধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। এতে ভক্তের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাদিয়া মীম।
লাবণ্য লিজা বলেন, ‘নাটকে আমার স্বামী চরিত্রে রয়েছেন রওনক হাসান ভাই। তিনি জনপ্রিয় লেখক। আমরা প্রেম করে বিয়ে করি। নাদিয়া মীমকে ভক্তের চরিত্রে দেখা যাবে। বিয়ের পর মীম নানা কৌশলে আমার স্বামীকে মারার চেষ্টা করেন। আমি তাঁর হাত থেকে বাঁচানোর চেষ্টা করি। এভাবে নানা ঘটনা ঘটতে থাকে। গল্পটি চমৎকার। আশা করি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’
রওনক হাসান বলেন, ‘গল্পনির্ভর নাটকে চরিত্র নিয়ে কাজ করতে সব সময়ই ভালো লাগে। এ নাটকেও দর্শক সুন্দর একটি গল্প পাবে। আশা করি, সবাই নাটকটি পছন্দ করবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে।