রক্তের পর ব্লাড কেন?
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরী মণিকে নিয়ে যৌথ প্রযোজনায় ‘রক্ত’ চলচ্চিত্র নির্মাণ করেছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। এর ঠিক তিন বছর পর মাহিয়া মাহিকে নিয়ে ‘ব্লাড’ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
‘রক্ত’ শব্দের ইংরেজি ‘ব্লাড’। তবে কেন একই নামে আবার চলচ্চিত্র নির্মাণ করছেন সুমন—এমন প্রশ্ন উঠেছে সমালোচক মহলে। এ বিষয়ে জানতে চাইলে এনটিভি অনলাইনকে নির্মাতা সুমন বলেন, “আসলে রক্ত বলতে আমরা বুঝি সম্পর্ক। ‘রক্ত’ ছবিটি অ্যাকশনভিত্তিক হলেও এর গল্প পারিবারিক নানা সংকট নিয়ে নির্মিত হয়েছে। যে কারণে এর নাম দিয়েছিলাম ‘রক্ত’।”
সুমন বলেন, “এখন যে ছবির গল্প নিয়ে কাজ করছি, সেটিও অ্যাকশননির্ভর ও একেবারেই পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এই ছবির জন্য অনেক নাম চিন্তা করেছি। তবে যে নামগুলো এসেছে, সেগুলো ঠিক চলচ্চিত্রের নাম মনে হয় না। তাই গল্পের সঙ্গে সংগতি রেখে ছবির নাম রেখেছি ‘ব্লাড’।”
সুমন আরো বলেন, “একবার চিন্তা করেছিলাম ছবির নাম দেব ‘রক্ত ২’। যেহেতু ছবির শিল্পী, কলাকুশলী ও প্রযোজনা প্রতিষ্ঠান ভিন্ন, তাই এই নামটি রাখিনি।”
শুটিং প্রসঙ্গে সুমন বলেন, “এখন ছবির গল্প নিয়ে কাজ করছি। শুটিংয়ের বিষয়ে এখনো কোনো পরিকল্পনা হয়নি। এ ছাড়া আমি ‘বাকের ভাই’ চলচ্চিত্রের জন্য কাজ করছি। এই ছবির শুটিং খুব দ্রুত শুরু হবে। যে কারণে ‘ব্লাড’ ছবির শুটিং তারিখ নির্ধারণ করতে পারিনি।”
‘ব্লাড’ ছবিতে মাহির সঙ্গে জুটি বাঁধছেন মডেল-অভিনেতা ইমন।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান কালার ল্যাবে এসএমএস প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিটির মহরতে নায়ক-নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ‘ব্লাড’ ছবির মহরতে আরো উপস্থিত ছিলেন খ্যাতিমান চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক, প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, প্রযোজক এমডি ইকবাল, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, পরিচালক শাহীন সুমন প্রমুখ।