রবীন্দ্রনাথ স্মরণে ঢাবির নাটমণ্ডলে মঞ্চায়িত হলো ‘ডাকঘর’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চায়িত হয়েছে তার উল্লেখযোগ্য নাটক ‘ডাকঘর’। আজ শনিবার ও গতকাল শুক্রবার সন্ধ্যায় আর্ট হাউজের প্রযোজনা ও রাবেয়া রাবুর নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের মঞ্চে নাটকটি মঞ্চায়িত হয়েছে। আর্ট হাউসের থিয়েটার উইং ক্লাসোড্রামাতে ৬ মাসব্যাপী অভিনয় কর্মশালা শেষে দ্বিতীয় আবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রযোজনায় কবিগুরুর এ নাটকটি পরিবেশিত হয়।
এতে অভিনয় করেছেন ইফফাত নওশীন জয়ী, হৃদয় ঘোষ রাজীব, সুলতান মাহমুদ, মো. আশিকুজ্জামান, ইশরাত জাহান বুশরা, মো. মঞ্জু হোসেন, মুনিরা মাহজাবিন মিমো প্রমুখ। শব্দ পরিকল্পনা ও প্রয়োগে ছিলেন তানভীর নাহিদ খান ও রাবেয়া রাবু। আলোক পরিকল্পনা ও প্রয়োগে ছিলেন রাগীব নাঈম ও মনিরুজ্জামান রিপন।
নির্দেশক রাবেয়া রাবু বলেন, 'সাংস্কৃতিক শূন্যতা রোধে আমাদের এই প্রচেষ্টা। জীবনবোধের এই ধারা সকলের কাছে পৌঁছাতে পারলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি। রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে বাংলার সৃজনধারা আরও প্রগাঢ় হোক, এটা আমাদের আপ্রাণ চাওয়া।’
নির্দেশক আরও বলেন, আর্ট হাউস ‘আত্মা, সত্তা ও চিত্তের বিকাশ’ স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে যাত্রা শুরু করে। মূলত শিল্পের প্রায়োগিক বিচরণ যে উঠানে মিলিত হয়েছে তার নাম আর্ট হাউস এবং আর্ট হাউস সেই নিমিত্তেই কাজ করে যাচ্ছে। ‘ডাকঘর’নাটকে অভিনয় করেছে ক্লাসোড্রামার দ্বিতীয় আবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।'