‘রাজনীতির জন্য ১০ বছর নষ্ট করে’ পর্দায় ফিরছেন দেবশ্রী
ওপার বাংলার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা দেবশ্রী রায়। অসংখ্য দর্শকনন্দিত সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। পরে রাজনীতিতে যোগ দেন। হয়েছেন সংসদ সদস্য। তবে হালে ছেড়েছেন রাজনীতি। দেবশ্রীভক্তদের জন্য সুখবর, শিগগিরই ফিরছেন শুটিং ফ্লোরে।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, ব্লুজ এন্টারটেইনমেন্টের আাগামী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবশ্রী রায়কে।
আনন্দবাজারকে দেবশ্রী রায় বলেছেন, ‘১০ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছেতেই ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’
ব্লুজ এন্টারটেইনমেন্টের কর্ণধার, পরিচালক ও কাহিনিকার স্নেহাশিস চক্রবর্তীর ডাক পেতেই এককথায় রাজি হয়েছেন দেবশ্রী রায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ অভিনেত্রীর দাবি, ‘চিত্রনাট্য শুনে ভালো লেগেছে। চলতি ধারাবাহিকের থেকে একদম ভিন্ন স্বাদের গল্প। আমার চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। ফলে, রাজি হয়ে গিয়েছি।’
প্রতিবেদনে বলা হয়েছে, সত্তর দশকের ফেলে আসা সহজ জীবনের সরল, সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণ ঘোষের ‘উনিশে এপ্রিল’ সিনেমার নায়িকা দেবশ্রী রায়।
ধারাবাহিকটির শুটিং শুরু হবে মে মাসের শেষের দিকে আর রুপালি পর্দায় দেবশ্রী রায়ের প্রত্যাবর্তন ঘটবে হিন্দি সিনেমা দিয়ে।