রাস্তায় পোস্টার লাগাচ্ছেন কণ্ঠশিল্পী আসিফ

Looks like you've blocked notifications!

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাই উচ্ছ্বাসটাও একটু বেশি। এখন তিনি ‘গহীনের গান’-এর প্রচারণায় ব্যস্ত। শুধু তা-ই নয়, রাজধানীর রাস্তায় ঘুরে ঘুরে দেয়ালে-দেয়ালে সাঁটছেন পোস্টার।

গতকাল রাতে ঢাকার রাস্তায় ‘গহীনের গান’ ছবির পোস্টার লাগিয়েছেন আসিফ, সঙ্গে ছিল ছবির পুরো দল। আসিফ আকবর ছাড়াও সে সময় উপস্থিত ছিলেন বাংলাঢোল প্রযোজিত ‘গহীনের গান’ চলচ্চিত্রের নায়ক-নায়িকা, পরিচালক, গীতিকার, সুরকার ও প্রযোজক।

সম্প্রতি বিএফডিসি এলাকা, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টনসহ রাজধানীর বিভিন্ন সড়কে পোস্টার লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে ‘গহীনের গান’ টিম।

আসিফ আকবরের নেতৃত্বে পোস্টার লাগানোর এই মিশনে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী তমা মির্জা, তানজিকা আমিন, তুলনা আল হারুন, আমান রেজা, কাজী আসিফ, গীতিকার-সুরকার তরুণ মুন্সী, পরিচালক সাদাত হোসাইন, সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন ও ছবিটির প্রযোজক এনামুল হকসহ অনেকে।

আসিফ আকবর বলেন, “ছবিটিকে দর্শকদের খুব কাছে পৌঁছে দিতে চাই। আমি ও ছবির কলাকুশলীরা নিজের হাতে পোস্টার লাগিয়েছি। সত্যি বলতে ‘গহীনের গান’ আমার জীবনে অদ্ভুত পরিবর্তন এনেছে। প্রথম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’-এর মতো আজকের ‘গহীনের গান’-এ আমি সেই পুরোনো আসিফ হয়ে গেছি। ছবিটি জীবনের গল্পই বলবে। এ কারণে এটি নিয়ে প্রত্যাশাও অনেক।”

পৌনে দুই ঘণ্টা ব্যাপ্তির এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন। ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘গহীনের গান’।