রিয়ার পর মহেশের সঙ্গে জিয়া খানের ভিডিও ভাইরাল
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের তদন্তের মধ্যে বলিউড অঙ্গনে বিভিন্ন পুরোনো ভিডিও ভাইরাল হচ্ছে। রিয়া চক্রবর্তীর পর এবার মহেশ ভাটের সঙ্গে ১৬ বছর বয়সী জিয়া খানের ভিডিও অন্তর্জালে ভাইরাল হলো। অনেকের অভিযোগ, সুশান্তের মৃত্যুর জন্য নির্মাতা মহেশ ভাট দায় এড়াতে পারেন না।
ইন্ডিয়া টিভি ও জি নিউজের অনলাইন সংস্করণের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে মহেশ ভাটের সঙ্গে জিয়া খানকে দেখা যাচ্ছে বেশ হাসিখুশি মুখে। শুধু তা-ই নয়, বর্ষীয়ান এ পরিচালককে ‘মহেশ’ বলেও সম্বোধন করতে দেখা যাচ্ছে জিয়াকে। এর আগে রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের হোয়াটসঅ্যাপ চ্যাট অন্তর্জালে ভাইরাল হয়েছিল।
প্রয়াত অভিনেত্রী জিয়া খানের সঙ্গে মহেশ ভাটের যে ভিডিওটি অন্তর্জালে ছড়িয়ে পড়েছে, সেটি ২০০৪ সালের। ভিডিওতে হাস্যোজ্জ্বল দুজনই।
সুশান্তকে খুন করা হয়েছে বলে সম্প্রতি দাবি করেন প্রয়াত জিয়া খানের মা রাবিয়া খান। এমনকি জিয়ার মৃত্যুর জন্য সুরজ পাঞ্চোলিকে জামিনে মুক্ত করার জন্য সালমান খান চেষ্টা চালিয়ে যান বলেও অভিযোগ করেন রাবিয়া।
জিয়া খানের মৃত্যুর রহস্যকে যেভাবে প্রভাবিত করা হয়েছে, সেই একই ঘটনা যাতে সুশান্তের সঙ্গে না হয়, তার জন্য উদ্যোগ নিতে হবে বলেও দাবি জানান প্রয়াত অভিনেত্রীর মা।
২০১৩ সালের ৩ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় জিয়া খানের। এরপর সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে মামলা দায়ের করে জিয়ার পরিবার। মামলার পর সুরজকে গ্রেপ্তার করা হলেও কয়েক দিনের মধ্যে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন সুরজ পাঞ্চোলি।