লকডাউনে পাপারাজ্জিদের সাহায্যে এগিয়ে এলেন রোহিত
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র অঙ্গন। কর্মহীন অবস্থায় রয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িত বলিউডের হাজার হাজার ব্যক্তি। তবে তাঁদের সাহায্যে প্রতিনিয়ত এগিয়ে আসছেন তারকারা। এবার পাপারাজ্জিদের সাহায্যে এগিয়ে এসেছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি।
পাপারাজ্জিরা সারাদিন তারকাদের পেছনে ছুটে বেড়ান। কিন্তু লকডাউনের কারণে বাইরে বের হতে পারছেন না তাঁরা। অনেকেই আর্থিক সমস্যায় ভুগছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, পাপারাজ্জিদের পরিবারকে সাহায্য করতে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাচ্ছেন রোহিত শেঠি। এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন বলিউডের নামকরা পাপারাজ্জি ভাইরাল ভায়ানি।
‘এই কঠিন সময়ে চলচ্চিত্র শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন মানুষ, যিনি এই শিল্পের কর্মীদের আর্থিক অনুদানের মাধ্যমে সাহায্য করেছেন, তিনি এখন পাপারাজ্জিদের সাহায্যেও পদক্ষেপ নিয়েছেন। তাঁদের পরিবারকে সাহয্যের উদ্দেশ্যে পাপারাজ্জিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানোয় রোহিত শেঠিকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা,’ লেখেন ভাইরাল ভায়ানি।
আজ প্রকাশ্যে আসে ভাইরাল ভায়ানির ওই পোস্ট। এর আগে এই শিল্পে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা শ্রমিকদের সাহায্যের উদ্দেশ্যে ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িসের (এফডব্লিউসিই) তহবিলে ৫১ লাখ রুপি দেন রোহিত শেঠি। তাঁর এ মহতী কাজে প্রযোজক অশোক পণ্ডিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে রোহিতকে ধন্যবাদ জানান।
গত মার্চে রোহিত শেঠি পরিচালিত ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু চলমান লকডাউনের কারণে এটি এখনো মুক্তি দেওয়া সম্ভব হয়নি। ছবিতে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফকে অভিনয় করতে দেখা যাবে। ভারতের ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।