লারার ‘মিস ইউনিভার্স’ মুকুট জয়ের ২০ বছর
ভারতের অন্যতম সুন্দরী নারী হিসেবে বিবেচনা করা হয় লারা দত্তকে। এর পক্ষে ২০০০ সালের ১২ মে লারার ‘মিস ইউনিভার্স’ মুকুট জয়ের কথা উল্লেখ করা যেতে পারে। এরই মধ্যে স্মরণীয় ওই পুরস্কার গ্রহণের ২০ বছর অতিবাহিত হয়েছে। আর এ উপলক্ষে লারা ওই দিনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ্যে এনেছেন। ছবিগুলো এরই মধ্যে ভাইরাল হয়েছে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করে লারা দত্ত ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে ২০ বছর আগে! সাইপ্রাসের নিকোসিয়াতে পৃথিবী থেকে কী আশ্চর্যজনক উপহার পেয়েছিলাম!’
২০০০ সালের স্মরণীয় ওই রাতে লারাকে দুর্দান্ত দেখাচ্ছিল। এরপর চলচ্চিত্র অঙ্গনে অন্যতম আকাঙ্ক্ষিত নারীতে পরিণত হন তিনি। অভিনয়ের জন্য চলচ্চিত্র বাছাই করতে গিয়েও যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন লারা। পাশাপাশি বৈবাহিক জীবনেও তিনি সফল। ভারতীয় টেনিস সুপারস্টার মহেশ ভূপতিকে বিয়ে করেছেন। এই দম্পতির সংসারে সাইরা নামের কন্যাসন্তান রয়েছে।
লারাকে সম্প্রতি ‘হান্ড্রেড’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে। এতে তিনি এসিপি সৌম্য শুক্লার চরিত্রে অভিনয় করেছেন। ওয়েব সিরিজটি হটস্টারে সম্প্রচারিত হয় এবং এই করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই ব্যাপক সাফল্য পায়। ঘরবন্দি দর্শক এখন অনলাইনে নতুন নতুন অনুষ্ঠান দেখতে চাচ্ছেন, আর লারা দত্ত প্রমাণ করেছেন যে তিনি সঠিক পথেই আছেন।