মালেক আফসারী

শাকিব-অপুই সেরা, এমন জুটি আর হবে না

Looks like you've blocked notifications!

দর্শকপ্রিয়তা পাচ্ছে এনটিভির ঈদ আয়োজন। ঈদের দিন থেকে এনটিভির নানা আয়োজন উপভোগ করছেন দর্শক। পর্দার পাশাপাশি এনটিভির বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও অনুষ্ঠানগুলো দেখে প্রশংসা করছেন দর্শক।

সংগীত-নৃত্য, নাটক-টেলিফিল্মের পাশাপাশি দর্শক পছন্দ করছেন এনটিভিতে প্রচারিত চলচ্চিত্রগুলো। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে শাকিব-অপু অভিনীত চলচ্চিত্র ‘মনের জ্বালা’। ছবিটি পরিচালনা করেছেন মালেক আফসারী।

‘কোটি টাকার কাবিন’ ছবি দিয়ে জুটি বাঁধেন শাকিব খান-অপু বিশ্বাস। ৭০টির বেশি ছবিতে জুটি হয়ে কাজ করেছেন তাঁরা। প্রায় প্রতিটি ছবিই ব্যবসায়িকভাবে সফল। মাঝে প্রেম-বিবাহ ও বিচ্ছেদ। এর পর থেকে একসঙ্গে আর কোনো ছবিতে কাজ করছেন না তাঁরা। শাকিব খান নতুন নতুন নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন। অন্যদিকে, নায়িকা অপু বিশ্বাস বাপ্পীর বিপরীতে একটি ছবিতে অভিনয় করেছেন। তবে পরিচালক মালেক আফসারী মনে করেন, শাকিব খান যাঁর সঙ্গেই জুটি বাঁধুন না কেন, শাকিব-অপুর চেয়ে সেরা জুটি আর হবে না

আজ রোববার (২ আগস্ট) দুপুরে এনটিভি অনলাইনকে মালেক আফসারী বলেন, ‘যখন কাজ করেছেন, তখন কিন্তু তাঁরা ছিলেন একে অপরের পরিপূরক। এমন জুটি আমাদের চলচ্চিত্রে হয়তো আর আসবে না। বিচ্ছেদের পর তো তাঁরা আজ কাজই করছেন না জুটি হয়ে। এটা আসলে আমাদের চলচ্চিত্রের জন্য ক্ষতি হয়ে গেল।’

‘মনের জ্বালা’ ছবিটি ২০১১ সালে মুক্তি পায় এবং সারা দেশে সফলতার সঙ্গে ব্যবসা করে। টানা এক মাস ছবিটি দর্শক দেখেছেন বলেও জানান মালেক আফসারী। তিনি বলেন, ‘এ ছবিটির সফলতার পর প্রযোজক আমাকে ডেকে আরেকটি নতুন ছবি বানানোর জন্য অনুরোধ করেন। এতটাই সফল ছিল ছবিটি।’

আফসারী আরো বলেন, ‘এ ছবির গল্প শাকিব খানকে কেন্দ্র করে নির্মাণ করেছিলাম। শাকিব খান আমাদের দেশের সুপারস্টার। যে কারণে এ ছবিতে তাঁর অভিনয়গুণ কাজে লাগানোর চেষ্টা করেছি। প্রতিটি সিক্যুয়েন্সে তার প্রমাণ পাবেন দর্শক। মুক্তির এত বছর পার হলেও সবার ভালো লাগবে।’

শাকিব খান-অপু বিশ্বাস ছাড়াও ছবিতে অভিনয় করেছেন নাসরিন, কাবিলা, শিবা শানু, ইলিয়াস কোবরা, মিশা সওদাগর, শর্মিলী আহমেদ, ববিতা প্রমুখ।