‘শিকল’ ওয়েব সিরিজে তানভীর
মডেল-অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ‘শিকল’ শিরোনামের ওয়েব সিরিজে অভিনয় করছেন। সিরিজটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। এতে অভি চরিত্রে তানভীর ও নন্দিনী চরিত্রে তানজিন তিশা রয়েছেন। বঙ্গবিডির প্রযোজনায় ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম বিনজে প্রচার হবে বলে জানান তানভীর।
তানভীর বলেন, ‘ঈদে ১২টি নাটকে অভিনয় করেছি। অনেকগুলো কাজের কথা থাকলেও করোনার কারণে একটু কম কাজ করতে হয়েছিল। শুধু আমিই নই, সবারই কম হয়েছে। এরই মধ্যে ঈদের পর বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। নতুন দুটি সিরিয়ালেরও কাজ শুরু করেছি। তার মধ্যে সব মিলিয়ে নাটক নিয়ে ব্যস্ততা যাচ্ছে। ওয়েব সিরিজটির গল্প চমৎকার। সব সময় চেষ্টা করি ব্যতিক্রম গল্পে কাজ করার। প্রতিটি চরিত্রে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা থাকে। আশা রাখি, ওয়েব সিরিজটি দর্শক পছন্দ করবেন।’
এনটিভিতে প্রচার হচ্ছে তানভীর অভিনীত ও হাবীব শাকিল পরিচালিত ধারাবাহিক ‘পরের মেয়ে’। করোনার প্রকোপে মাঝে বন্ধ হয়ে যায় সব ধরনের শুটিং। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘পরের মেয়ে’র প্রচারও বন্ধ ছিল। এ ধারাবাহিকের নতুন পর্ব দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। তাঁদের প্রতীক্ষার অবসান হয়েছে। ফের শুরু হয়েছে এ ধারাবাহিকের সম্প্রচার। সপ্তাহে তিন দিন রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিকটি।
তানভীর ‘স্বপ্নবাজি’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করবেন। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। করোনার আগে ছবিটির শুটিং শুরু হলেও বর্তমানে বন্ধ রয়েছে। করোনার সংক্রমণ কমলে ফের শুট শুরু হবে বলে আলাপকালে জানান তানভীর। এ ছবিতে আরো অভিনয় করছেন সিয়াম, মাহি, পিয়া জান্নাতুল। ছবিটি প্রযোজনা করছেন পিয়াল আহমেদ।
তানভীর এরই মধ্যে শেষ করেছেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘জীবন এত ছোট কেন’ ও আলী সুজনের ‘এখানে রাত হয়ে যায়’ নাটকের কাজ।
ঈদে বেশ কয়েকটি নাটকে তানভীরকে দেখা গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য—ফারিয়া হোসেনের রচনায় এমদাদুল হক খানের পরিচালনায় ‘সেদিন বৃষ্টি ছিল’, অঞ্জন আইচের ‘লকডাউন চোর’, ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত সজীব মাহমুদের ‘বোকা প্রেম’ ও ‘রুমমেট আবশ্যক’, মোহাম্মদ মিরাজুল হক রচিত ও এ কে শুভ পরিচালিত সাত পর্বের ধারাবাহিক ‘স্বয়ম্ভর সভা’, অরণ্য পাশার ‘ব্যাচেলর ফ্যামিলি’ ও রাকেশ বসুর ‘অনেক ভালোবাসি’।