শিরোনাম দেখে ক্ষোভে ফুঁসলেন স্বস্তিকা
কলকাতার ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘কুসুমদোলা’ নামের ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক সাফল্য পাওয়া এই অভিনেত্রীকে অবশ্য ছোটপর্দায় দেখা যায়নি অনেকদিন। তাতে আলোচনার বাইরে থাকেননি। বিবাহবিচ্ছেদের ঘটনায় নিয়মিতই সংবাদের শিরোনাম হয়েছেন। তবে শিরোনাম দেখে ভারতের বহুল প্রচারিত একটি অনলাইন পোর্টালের একহাত নিয়েছেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
জানা যায়, ছোটপর্দা থেকে দূরে সরে গিয়ে এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মধুমিতা। ‘লাভ আজ কাল পরশু’ নামের একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আর এতে মধুমিতার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অর্জুন চক্রবর্তী। এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাওয়া ওই ছবিতে চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অবতীর্ণ হতে দেখা যাবে তাঁদের।
আর একে উপজীব্য করেই ভারতের নিউজ-১৮ পোর্টাল সংবাদ প্রকাশ করে। শিরোনামে পত্রিকাটি লেখে—স্বামী সৌরভের সঙ্গে বিচ্ছেদ! এখন অন্য কারো ‘শয্যাসঙ্গিনী’ ইমন ওরফে মধুমিতা।
আর এমন শিরোনাম দেখে বেশ খেপেছেন স্বস্তিকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়ে স্বস্তিকা এমন সংবাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া উচিত বলেও মত দেন। এই ধরনের সংবাদকে দায়িত্বজ্ঞানহীন, ক্ষতিকারক বলেও উল্লেখ করেন তিনি। একে অভিনেত্রীদের জন্য অসম্মানজনক বলেও মত দেন তিনি।
প্রতিম দে গুপ্ত পরিচালিত ছবিটির টিজার এরই মধ্যে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর অন্তর্জালে আসা ওই ভিডিওটি এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজারেরও বেশিবার দেখা হয়েছে।
দেখুন ট্রেইলার :
মধুমিতা ও অর্জুনের রসায়ন যে দর্শক বেশ ভালোভাবেই নিচ্ছে, তা বেশ স্পষ্ট। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় মধুমিতার। কাজ করেছেন ‘কেয়ার করি না,’ ‘মেঘবালিকা,’ ‘বোঝে না সে বোঝেনা’র মতো দর্শকপ্রিয় নাটকে।