শীতার্তদের পাশে দাঁড়াল চলচ্চিত্র শিল্পী সমিতি
চলছে পৌষ মাস। হাড় কাঁপানো শীতে গ্রামবাংলা তো বটেই, বিপর্যস্ত নগরজীবনও। রাজধানীর বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষকে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করতে দেখা যায়। তবে সামর্থ্যবানদের অনেকেই অভাবগ্রস্ত, আশ্রয়হীন এসব মানুষের পাশে দাঁড়ান, বিভিন্নভাবে সহায়তা করেন। এবার সেসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াল চলচ্চিত্র শিল্পী সমিতি।
বিশ্বের বিভিন্ন দেশের নানা অঙ্গনের তারকাদের দাতব্য কাজে অংশ নিতে দেখা যায়। তবে বাংলাদেশের তারকারা এদিক দিয়ে বেশ খানিকটা পিছিয়ে। যদিও এবার রাজধানীর বিভিন্ন এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ঢাকার কাকরাইল, গুলিস্তান, নিউমার্কেটসহ আরো বেশ কয়েকটি স্পটে অসহায় মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, সামনে আরো বেশ কিছু কম্বল বিতরণ করা হবে।
এ সম্পর্কে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘দরিদ্র মানুষকে শীতের তীব্রতা থেকে রক্ষা করার প্রয়াস হিসেবে শিল্পী সমিতির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের কাজ শুরু করেছি গতকাল থেকে। এরই ধারাবাহিকতায় অসহায়দের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস নিয়ে শীতার্ত মানুষের মধ্যে ১০০টি কম্বল বিতরণ করেছি আমরা।’
জায়েদ খান আরো বলেন, ‘গতকাল সারা রাত ঘুরে যা দেখলাম, তা সত্যিই অনেক কষ্টের। আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আমাদের সমাজে যেসব বিত্তবান মানুষ আছেন, তাঁরা যেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। কারণ মানুষ মানুষের জন্য।’
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির বর্তমান কমিটির সদস্য নায়ক আলেকজান্ডার বো, মারুফ আকিব, বিলাসসহ আরো অনেকে।