শুটিংয়ের জন্য ভিসা দেয়নি মালয়েশিয়া দূতাবাস
চলচ্চিত্রের গানের প্রতি আলাদা আগ্রহ রয়েছে দর্শকমহলে। সিনেমা মুক্তির আগে গান দিয়ে দর্শকের দৃষ্টি কাড়ার চেষ্টা করা হয়। গানের ভিডিওর সৌন্দর্য বাড়াতে দেশের বাইরে সুন্দর লোকেশনে শুটিংয়ে আগ্রহ নির্মাতাদের।
তবে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব পড়েছে বিদেশে শুটিংয়ে। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর আতঙ্ক ছড়িয়েছে চলচ্চিত্রপাড়ায়ও। বন্ধ হচ্ছে দেশের বাইরে শুট।
নির্মাতা মিজানুর রহমান মিজান পরিচালিত ছবি ‘রাগী’র শুটিং শেষ পর্যায়ে। এরই মধ্যে ছবির সিক্যুয়েন্সের কাজ শেষ হয়েছে। চলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ। বাকি আছে ছবির তিনটি গান। গানের শুটিং করার কথা ছিল মালয়েশিয়ায়। তবে করোনাভাইরাসের কারণে এখনই গানের শুট করতে পারছেন না পরিচালক।
এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার মিজানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ছবির প্রায় সব কাজই শেষ করেছি। এখন বাকি আছে ছবির তিনটি গান। গানের শুটিং করার জন্য আমরা মালয়েশিয়ার কিছু সুন্দর লোকেশন সিলেক্ট করেছি। চলতি মাসের শুরুতেই আমাদের সেখানে শুট করার কথা ছিল। তবে করোনাভাইরাসের কারণে এখন দেশের বাইরে যাওয়া হচ্ছে না।’
মিজান আরো বলেন, ‘ভিসার জন্য আবেদন করা হলেও আমাদের ভিসা দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে মালয়েশিয়ার দূতাবাস আমাদের জানিয়েছে, বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, এ কারণে এখন ভিসা দেওয়া যাবে না। আমরা চলতি মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি অবস্থার পরিবর্তন না হয়, তবে অন্য চিন্তা করব।’
মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ ছবিতে আভিনয় করেছেন আবির চৌধুরী, আঁচল, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, শাকিল আহমেদ, মারুফ আকিব, কাজী হায়াৎ, খালেদা আকতার কল্পনা, জিয়া খান, আর এফ রোমিও, লিয়ন, অন্তরা জামান, মুনমুন প্রমুখ।
‘রাগী’ ছবিতে সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ন ও জিয়াউদ্দিন আলম। গান গেয়েছেন ইমরান, শাওন গানওয়ালা, ইয়াসমিন লাবণ্য, আহমেদ হুমায়ুন ও আনিকা।