শেষ হলো ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়নে’র কাজ

Looks like you've blocked notifications!
‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন’-এর একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

অবশেষে সম্পন্ন হলো ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন’-এর কাজ। মাঝে হলিউডের অন্যতম বহুল প্রতীক্ষিত এ সিনেমার কাজ করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ ছিল।

ইন্ডিয়া টিভির খবর, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সিনেমার পরিচালক কলিন ট্রেভোরো এ তথ্য নিশ্চিত করেছেন। গেল মাসে যুক্তরাজ্যের পাইনউড স্টুডিওতে এ ছবির শুট চলছিল, কিন্তু প্রডাকশন টিমের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ায় শুট বন্ধ রাখা হয়। এ সিনেমা পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন কলিন। তাঁর সহচিত্রনাট্য লেখক এমিলি কারমাইকেল।

কলিন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়নের কাজ শেষ। পরিবারকে বিদায় জানানো সব সময়ই কষ্টের।’

সিনেমার অন্যতম প্রধান ভূমিকায় রয়েছেন ক্রিস প্যাট ও ব্রাইস ডালাস। নিরাপত্তার কারণে তাঁরা জুলাইয়ে কাজ বন্ধ করেছিলেন। ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক পার্ক’, সেখানে অভিনয় করেছিলেন লরা ডার্ন, জেফ গোল্ডবাম ও স্যাম নিল; এঁরাও ফিরছেন তৃতীয় কিস্তিতে। এ ছাড়া রয়েছেন বিডি ওং, মামৌদো এথি, ডিওয়ান্ডা ওয়াইজসহ অন্যরা।