শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায়

Looks like you've blocked notifications!

শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো বিশিষ্ট অভিনেতা মাহমুদ সাজ্জাদকে।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মাহমুদ সাজ্জাদের মরদেহ আজ সোমবার সকালে নেওয়া হয় রাজধানীর শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। এ সময় তাঁর বন্ধু, স্বজন, ভক্ত-অনুরাগীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানান তাঁদের প্রিয় এই অভিনেতার প্রতি।

শ্রদ্ধা নিবেদনের পর মাহমুদ সাজ্জাদের মরদেহ নিয়ে যাওয়া হয় ময়মনসিংহের উদ্দেশে, সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

গতকাল রোববার ৭৩ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন এই অভিনেতা। পাঁচ ভাই ও দুই  বোনের মধ্যে বড় মাহমুদ সাজ্জাদের ছোট ভাই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং মেজ ভাই বিটিভির সাবেক মহাপরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ।

মাহমুদ সাজ্জাদ করোনাভাইরাস-পরবর্তী জটিলতা নিয়ে দীর্ঘদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

মাহমুদ সাজ্জাদ কলেজ জীবন থেকেই অভিনয়ে যুক্ত হন। মঞ্চ নাটকের পর টিভি নাটকে ক্যারিয়ার গড়েন। তাঁর অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।