শ্রাবন্তী চান বিচ্ছেদ ও টাকা, রোশন চান ‘নতুন করে’
প্রেম আর বিচ্ছেদের মাঝামাঝি আটকে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিবাহবন্ধনে জড়ালেও টেকেনি। শ্রাবন্তীর তৃতীয় বিয়েও খাদের কিনারে। এরই মাঝে সংকট। শ্রাবন্তী চান বিবাহবিচ্ছেদ আর রোশন সিং চান অতীত ভুলে নতুন করে সম্পর্ক গড়তে।
কাগজে-কলমে এখনও স্বামী-স্ত্রী রোশন-শ্রাবন্তী। কিন্তু গত ১০ মাস ধরে এক ছাদের তলায় থাকেন না এ দম্পতি। তাই তো আদালতের দারস্থ দুজনই।
কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, শ্রাবন্তীর সঙ্গে সংসারের জন্য আদালতের দারস্থ হয়েছিলেন রোশন। কিন্তু সেই মামলার সমন গ্রহণ করলেও গত জুলাইয়ে আদালতে হাজির হননি শ্রাবন্তী। ১৬ সেপ্টেম্বর আদালতে দু-পক্ষের মুখোমুখি হওয়ার কথা ছিল। সে দিনই আইনজীবীর মাধ্যমে রোশনের কাছে উত্তর পাঠান শ্রাবন্তী।
রোশনের আইনজীবী শ্যামল মণ্ডল আনন্দবাজারকে বলেছেন, ‘শ্রাবন্তী রোশনের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাবে না।’ কিন্তু শুধু বিচ্ছেদ চেয়েই থেমে যাননি শ্রাবন্তী। রোশনের কাছ থেকে খোরপোশ হিসেবে বেশ কিছু টাকা দাবি করেছেন তিনি। আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন শ্রাবন্তী। পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
২০০৩ সালে পরিচালক রাজীবকুমার বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী। তাঁদের ঘরে ঝিনুক নামের এক ছেলে রয়েছে। এর পর এই সর্ম্পকের ইতি টেনে কৃষ্ণ বিরাজ নামের এক মডেলকে বিয়ে করেন শ্রাবন্তী, কিন্তু সে সম্পর্কও বেশি দিন টেকেনি।
২০১৯ সালের ১৯ মে দীর্ঘদিনের প্রেমিক রোশন সিংয়ের সঙ্গে তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তবে বছর না ঘুরতেই খবর বেরোয়, এ সংসারও নাকি ভাঙতে বসেছে অভিনেত্রীর। এখন তা আদালত পর্যন্ত গড়িয়েছে।