শ্রীদেবীকন্যার জামার দাম মাত্র ৯৪৫ টাকা!
তারকাদের ফ্যাশন, পোশাক-আশাক আর ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। আর অনুরাগীরাও তাঁদের বিষয়ে খুটিনাটি জানতে আগ্রহী। তাঁদের বিলাসবহুল বাড়ি-গাড়ি আর দামি সব পোশাক-অলংকারের কথা তো হামেশাই সামাজিক পাতায় উঠে আসে। খবরের শিরোনামও হয়। তবে এবার একটু অন্যরকম গল্প।
সন্ধ্যার ব্রাঞ্চ আর রাতের ডেটে কী ধরনের পোশাক পছন্দ করেন আপনি? তা বোধহয় বোঝেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। হালে এক বিজ্ঞাপনচিত্রে এ নায়িকাকে দারুণ হলুদ পোশাকে দেখা গেছে। জানেন, পোশাকটির দাম কত?
হিন্দুস্তান টাইমসের খবর, ফ্যাশন ব্র্যান্ড শেইনের উজ্জ্বল হলুদ আর সাদা পলকা ডটের পোশাকটির দাম মাত্র ৮২৪ রুপি, বাংলাদেশের মুদ্রায় যা ৯৪৫ টাকার মতো। কি, অবাক হলেন? হ্যাঁ, শুধু দামি পোশাক নয়, এত অল্প দামের পোশাকও শ্রীদেবীকন্যা পরেন!
এবার কাজের কথায় আসি, জাহ্নবী কাপুরকে সবশেষ ‘গুঞ্জন সাক্সেনা : দ্য কার্গিল গার্ল’ সিনেমায় দেখা গেছে। তাঁকে আগামীতে ‘দস্তানা টু’ ও ‘রুহি আফজানা’ সিনেমায় দেখা যাবে।