‘সমাজের প্রতি শিল্পীর দায়, শিল্পীর প্রতি রাষ্ট্রের দায়’
করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। সব ধরনের শুটিং বন্ধ থাকায় বেশ কষ্টে দিন কাটছে নাটক-চলচ্চিত্রের মানুষগুলোর। এর মধ্যে সচ্ছল তারকা শিল্পীদের অসচ্ছলদের পাশে দাঁড়াতে দেখা গেছে। মূলত সমাজের প্রতি দায় থেকেই শিল্পীরা এ কাজ করছেন। তবে শিল্পীর প্রতি রাষ্ট্রেরও দায় রয়েছে বলে মনে করে নাট্যশিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ।
‘সমাজের প্রতি শিল্পীর দায়, শিল্পীর প্রতি রাষ্ট্রের দায়’ শিরোনামে অনলাইনে আলোচনার আয়োজন করেছে অভিনয়শিল্পী সংঘ। আজ রাত ৯টায় অভিনয়শিল্পী সংঘের অফিশিয়াল ফেসবুক পেজ এবং অভিনয়শিল্পী সংঘের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে প্রচার করা হবে।
এতে অতিথি থাকবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম ও শতাব্দী ওয়াদুদ। উপস্থাপনা করবেন রওনক হাসান।
অনুষ্ঠানটি অভিনয়শিল্পী সংঘের অফিশিয়াল ফেসবুক পেজ Actors equity bangladesh, ইউটিউব চ্যানেল Actors equity bangladesh এবং ওয়েবসাইট www.actorsequitybd.com থেকে সরাসরি দেখা যাবে।
হঠাৎ এই ধরনের প্রযুক্তিনির্ভর আয়োজন প্রসঙ্গে জানতে চাওয়া হলে অভিনয়শিল্পী সংঘের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সুজাত শিমুল এনটিভি অনলাইনকে বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, সময়ের সঙ্গে সঙ্গে, বর্তমান তথ্য ও প্রযুক্তির উৎকর্ষে অভিনয়শিল্পী সংঘের তথ্য ও প্রযুক্তিবিষয়ক দপ্তরকে প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে অত্যন্ত কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। এ ব্যাপারে সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকা ছিল অনস্বীকার্য। ফলে সংগঠনের আছে অফিশিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, লিংকড ইন, লাইভ জার্নাল এবং টুইটারের মতো সব মাধ্যমে অবারিত বিচরণ।’
লাইভ অনুষ্ঠান প্রসঙ্গে সুজাত শিমুল বলেন, ‘অভিনয়শিল্পী সংঘের আয়োজনে এটি আমাদের দ্বিতীয় লাইভ অনুষ্ঠান আয়োজন। এখন থেকে নিয়মিত চলবে অনুষ্ঠানটি। আলোচনা হবে শিল্পী, কলাকুশলী, সংগঠন কিংবা টেলিভিশন ইন্ডাস্ট্রির সমসাময়িক নানা বিষয় নিয়ে। সঙ্গে থাকবেন সংশ্লিষ্ট অঙ্গনের আলোচকবৃন্দ।’
সুজাত আরোও জানান, অনুষ্ঠানটিকে সুন্দর ও সফলভাবে পরিচালনার জন্য সংগঠনের তিনটি দপ্তরের (তথ্য ও প্রযুক্তি, অনুষ্ঠান এবং প্রচার ও প্রকাশনা) সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম। কমিটির সদস্যরা হলেন—আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল, শামীমা তুষ্টি। সমন্বয় করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রওনক হাসান।