সহকর্মীদের বাসায় খাবার ও নগদ টাকা পৌঁছে দিচ্ছে অভিনয় শিল্পী সংঘ

করোনাভাইরাস মহামারিতে ঘরবন্দি হয়ে পড়া সহকর্মীদের তালিকা করে তাঁদের বাসায় খাদ্যসামগ্রী ও নগদ টাকা পৌঁছে দিচ্ছে অভিনয় শিল্পী সংঘ।
সংগঠনটির আইন ও কল্যাণ সম্পাদক শামীমা তুষ্টির নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। উদ্ভূত করোনা পরিস্থিতিতে অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সবাই ঘরে থেকে ভিডিও কনফারেন্স করছেন নিয়মিত। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের জন্য আরো কী কী সহযোগিতা করা যেতে পারে, তা নিয়ে সবাই কাজ করছেন।
লকডাউন অবস্থায় বাসায়-বাসায় গিয়ে খাদ্যসামগ্রী ও অর্থ দেওয়ায় ঝুঁকি থাকতে পারে, এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য শেখ মেরাজুল ইসলাম বলেন, ‘আমরাও গত ২০ দিন ঘরে থেকেই কাজ করেছি। কিন্তু এসব সহায়তা দেওয়ার জন্য কাউকে না কাউকে তো বের হতেই হবে। তবে আমরা গাড়ি, খাদ্যসামগ্রী এবং নিজেদের যত দূর সম্ভব নিরাপদে রেখে এবং প্রশাসন থেকে অনুমোদন নিয়েই সেবামূলক এ কাজটি করার জন্য বের হয়েছি।’