সহসাই শুরু হচ্ছে না ‘কেজিএফ থ্রি’র শুটিং, থাকছে চমক
বিশ্বব্যাপী বক্স অফিসে তুফান ছুটিয়েছে কন্নড় স্টার ইয়াশের সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। এ সিনেমার মাধ্যমে সর্বভারতীয় তারকা বনে গেছেন ইয়াশ ওরফে রকি ভাই। এখন সিনেমাটির তৃতীয় কিস্তি নিয়ে চলছে নানান জল্পনা।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, বেশ কিছুদিন ধরে অন্তর্জালে গুঞ্জন, সিনেমাটির তৃতীয় কিস্তির শুট দ্রুতই শুরু হচ্ছে। প্রযোজক বিজয় কিরাগান্দুর আশার বাণী শুনিয়েছিলেন, এ বছরের শেষের দিকে শুট শুরু হতে পারে।
তবে এবার নির্বাহী প্রযোজক কার্তিক গৌরা প্রকাশ্যে গুঞ্জন উড়িয়ে দিলেন। শনিবার রাতে এক টুইট-বার্তায় কার্তিক জানিয়েছেন, হোমবেল ফিল্মস সহসাই ‘কেজিএফ থ্রি’র শুট শুরু করছে না। যখন কাজ শুরু হবে, প্রকাশ্যে জানিয়ে দেওয়া হবে।
এর আগে দৈনিক ভাস্করকে বিজয় কিরাগান্দুর বলেছিলেন, “পরিচালক প্রশান্ত নীল এখন প্রভাসের ‘সালার’ সিনেমা নিয়ে ব্যস্ত। এরই মধ্যে সিনেমাটির ৩০-৩৫ শতাংশ শুটিং শেষ। পরবর্তী শিডিউল আগামী সপ্তাহে। আমরা আশা করছি, এ বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যে সিনেমাটির কাজ শেষ হবে। এ বছরের অক্টোবরের পর আমরা ‘কেজিএফ’ সিনেমার শুট শুরুর পরিকল্পনা করছি। ২০২৪ সালে সিনেমাটি মুক্তি দিতে পারব বলে আশা করি।”
চমক হিসেবে বিজয় যুক্ত করেন, তাঁরা মার্ভেল ঘরানার কিছু তৈরি করতে যাচ্ছেন। বিভিন্ন সিনেমা থেকে ভিন্ন ভিন্ন চরিত্র এনে ডক্টর স্ট্রেঞ্জের মতো কিছু তৈরি করতে চান। যেমনটা ঘটেছে স্পাইডার ম্যান হোম কামিং বা ডক্টর স্ট্রেঞ্জে। তাঁদের লক্ষ্য, বিশ্বব্যাপী বিপুল দর্শক।
‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হয়েছেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। প্রশান্ত নীলের রচনা ও পরিচালনায় সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।
২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ : চ্যাপ্টার ওয়ান’ সিনেমা, যা বিশ্বজুড়ে তুমুল সাড়া ফেলেছিল।