সাইফ চন্দনের ‘ওস্তাদ’ রোশান
শুরু হচ্ছে সাইফ চন্দনের নতুন চলচ্চিত্র ‘ওস্তাদ’। ছবিতে নাম-ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। আগামীকাল বুধবার থেকে পুরান ঢাকায় ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।
সাইফ চন্দন এনটিভি অনলাইনকে বলেন, ‘রোশানের সঙ্গে আমার এর আগে কাজ করা হয়নি। তিনটি কারণে তাঁকে কেন্দ্রীয় চরিত্রে নিয়েছি। প্রথম কারণ হচ্ছে তাঁর কণ্ঠ। এরপর তাঁর লুক। কারণ আমার গল্পের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য এমন লুক প্রয়োজন ছিল। তিন নম্বর কারণটি হচ্ছে রোশানের আগ্রহ। তিনি অভিনয় নিয়ে অনেক বেশি সিরিয়াস; কাজের প্রতি আগ্রহটা অনেক বেশি, যেটা আমাকে অনুপ্রাণিত করেছে।’
রোশানের চরিত্র নিয়ে চন্দন বলেন, ‘পুরান ঢাকায় বেড়ে ওঠা ছেলের চরিত্রে অভিনয় করবেন রোশান। উগ্র, উচ্ছৃঙ্খল ও একরোখা। এরই মধ্যে চরিত্র অনুযায়ী তাঁকে প্রস্তুত করেছি। আশা করি, অনেক ভালো করবেন রোশান।’
নায়িকা নিয়ে চন্দন বলেন, ‘একেবারেই নতুন নায়িকা নিয়ে কাজ করছি। এই মুহূর্তে আমরা নায়িকার নাম বলতে চাই না। শুটিংয়ের সময় নায়িকার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেব।’
‘ওস্তাদ’ ছবি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য সাইফ চন্দনের। এর আগে ‘আব্বাস’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন এ নির্মাতা। গত জুলাইয়ে মুক্তি পায় চলচ্চিত্রটি।
২০১৬ সালের মার্চে ‘রক্ত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় রোশানের। ছবির মূল চরিত্রে অভিনয় করেন পরী মণি। এরপর ২০১৭ সালে আসে তাঁর দ্বিতীয় ছবি ‘ধ্যাততেরিকি’। বড় বাজেটের বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেও নিজেকে এখনো প্রতিষ্ঠিত করতে পারেননি রোশান। তবে একের পর এক ছবির কাজ করে চলেছেন।