সাদাতের ‘মরণোত্তম’ : পরিচালক সঞ্জয়, আছেন ইলিয়াস কাঞ্চন

Looks like you've blocked notifications!
লেখক সাদাত হোসাইন, ইলিয়াস কাঞ্চন ও সঞ্জয় সমদ্দার। ছবি : সংগৃহীত

জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ উপন্যাস অবলম্বনে নির্মাণ হতে যাচ্ছে টেলিফিল্ম। ইশতিয়াক অয়নের চিত্রনাট্যে এটি নির্মাণ করছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার।

২৯ এপ্রিল থেকে শুটিং শুরু হতে যাওয়া এই টেলিফিল্মে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, ইমতিয়াজ বর্ষণ, শহীদুজ্জামান সেলিম, মাহিমা প্রমুখ।

একজন শিক্ষক, একজন কবি, সমাজের ক্ষমতাবান কিছু মানুষ ও একটি আত্মহত্যার গল্পকে এক সুতায় গাঁথা হয়েছে ‘মরণোত্তম’ টেলিফিল্মে। একজন শিক্ষকের আত্মাহুতি তথা আগুনে পুড়ে যাওয়ার দৃশ্য দর্শকদের নাড়া দেবে। ইলিয়াস কাঞ্চন শিক্ষকের ভূমিকায় এবং ইমতিয়াজ বর্ষণকে কবির ভূমিকায় দেখা যাবে।

এ প্রসঙ্গে সঞ্জয় সমদ্দার বলেন, ‘গল্পটা সমসাময়িক। সাধারণ মানুষের দুর্ভোগ ও আত্মত্যাগের মাধ্যমে বড় কিছু অর্জনের যে দুর্ভাগ্যজনক প্রক্রিয়া, তাকে ফোকাস করা হয়েছে। আশা করছি, বিনোদনের পাশাপাশি ভাবনার খোরাক যোগাবে এই টেলিফিল্ম।’

‘বই থেকে শুরু’, এই স্লোগানকে সামনে রেখে বব (ব্যাডেড অন বুকস) প্রজেক্ট নিয়ে আসছে বঙ্গ বিডি, যেখানে জনপ্রিয় বেশ কিছু গল্পকে টেলিছবিতে রূপ দেওয়া হবে।