সালমানের কণ্ঠে শুনুন লতার ‘লাগ যা গালে’

Looks like you've blocked notifications!
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে সালমান খান। ছবি : সংগৃহীত

সদ্যপ্রয়াত ভারতরত্ন লতা মঙ্গেশকরের সম্মানে গান গাইলেন বলিউড সুপারস্টার সালমান খান।

শনিবার রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন সালমান খান, সেখানে লতা মঙ্গেশকরের আইকনিক গান ‘লাগ যা গালে’ গাইতে দেখা যাচ্ছে সালমানকে। ১৯৬৪ সালে এ গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। আজও কোটি মানুষের মুখে মুখে গুনগুন করে এ গান।

১৯৬৪ সালে মুক্তি পাওয়া ‘বো কৌন থি?’ সিনেমায় এ গানে কণ্ঠ দিয়েছিলেন লতা মঙ্গেশকর। সিনেমাটিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছিলেন সাধনা, মনোজ কুমার ও প্রেম চোপড়া। রাজা মেহদি আলি খানের কথায় গানটিতে সুর দিয়েছিলেন মদন মোহন কোহলি।

ভিডিও শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘কখনও হয়নি, কখনও আপনার মতো কেউ আসবে না, লতাজি।’ মন্তব্য-ঘরে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে, ভক্তরাও সালমানের মতো আবেগাক্রান্ত হয়ে পড়েছেন।

৬ ফেব্রুয়ারি সকালে অসীমের পথে পা বাড়ান সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুর সময় লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার শুরু করেন লতা মঙ্গেশকর। ৭০ বছরের ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এ শিল্পী।

৬ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, বলিউড সুপারস্টার শাহরুখ খান, রণবীর কাপুর, আশা ভোঁসলে, বিদ্যা বালান, আমির খান, শচীন টেন্ডুলকারসহ বিশিষ্টজনেরা।

১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর ও মা সেবন্তি মঙ্গেশকর। ভাইবোনদের মধ্যে লতা মঙ্গেশকর সবার বড়। তাঁর ভাইবোনেরা হচ্ছেন মীনা খাদিকার, আশা ভোঁসলে, ঊষা মঙ্গেশকর ও হৃদয়নাথ মঙ্গেশকর।